উপজেলা শিক্ষা প্রকৌশলী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উপজেলা শিক্ষা প্রকৌশলী
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************************
মহমুদ জাকারিয়া, আবদুর রাহিমের প্রিয় সন্তান,
মা জোসনা বেগমের আশীর্বাদে রচিত জীবনের গান।
দিঘদা গ্রামের মাঠে শুরু প্রাথমিকের আলো,
ভুলেসোর ডাকঘর, টর্গাঁও ইউনিয়নের ভালো।
দিঘদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা শুরু,
হাইলজোড় ইউনিয়নের ইউনিয়ন হাই স্কুলে এসএসসি পুরু।
ঢাকা পলিটেকনিক থেকে ডিপ্লোমায় যোগ্যতা অর্জন,
ইঞ্জিনিয়ারিংয়ের পথে মেধা ও প্রজ্ঞা প্রদর্শন।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে বেসরকারি বিদ্যা,
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, অর্জিত হলো বিদ্যার লব্ধা।
শ্রীপুর, গাজীপুরে উপজেলা শিক্ষা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন,
দেশসেবা, প্রকৃতি ও বিজ্ঞানের মিলনে জীবন সাজানো দায়িত্ব পালন।
রাস্তা, স্কুল, সেতু, গ্রাম, প্রকল্প—সেবার কাজ বিস্তার,
শিক্ষা ও বিজ্ঞান মিশে, মানবতার কল্যাণে প্রাণ ফোটা উদার।
প্রকৃতির সৌন্দর্য দেখে, প্রযুক্তির ছোঁয়া যুক্ত করে,
প্রত্যেক পদক্ষেপে দেশের অগ্রগতি ও সেবার শ্লেষ রচনা করে।
মহমুদ জাকারিয়ার অঙ্গীকার, পরিশ্রমে ভরা প্রাণ,
দেশের অঙ্গনে জ্বলে শিক্ষা, প্রকৌশল, বিজ্ঞান মিলিয়ে মানবতায় মান।
-----------------------------------------------সূত্র অনলাইন
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।