হিসাব মহাপরিদর্শক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হিসাব মহাপরিদর্শক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

রাকিবুল আলম খান সুজান, নাম তার গর্বের প্রাণ,
পিতাঃ সিরাজ উদ্দিন খান, মাতাঃ রাহানান মান।
তরগাঁওয়ে বড় হয়ে শিখল জীবনের গান,
গ্রামের নাম উত্তর খমের, ডাকঘর খমের জান।

প্রাথমিক পড়াশুনা শেষ করল সে বিদ্যালয় প্রাণ,
ইদঘা হাই স্কুলে জ্ঞানার্জন করল অমল মান।
কাপাসিয়া ডিগ্রি কলেজে জীবনের আলোও ঝলকান,
বিদ্যায় উজ্জ্বল করল মন, তৈরি করল নতুন ধ্যান।

বিদ্যুৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ঢেলে দিল প্রাণ,
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়, জ্ঞানবীজ বোনা মান।
ঢাকা কমার্স কলেজে শিক্ষার পথে অর্জন পূর্ণ প্রাণ,
বিবিএ মানবসম্পদে করল দক্ষতা ও চিরন্তন শান।

পদে পদে উঠে এমবিএতে মানবসম্পদে জ্ঞান বৃদ্ধি,
পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশে শিক্ষা বিস্তৃত।
কর্মজগতে হিসাব মহাপরিদর্শক দায়িত্বে সে নিখুঁত,
CGA (CAFO) প্রাইম মিনিস্টারের অফিসে করল সৎ প্রতিজ্ঞা পূর্ণ।

পোস্ট তার অডিটর, সঠিক হিসাব রাখে নিয়মের সঙ্গী,
রক্তের গ্রুপ O+, Gmail: alamrakib84@gmail.com
হবার অঙ্গী।
সকল তথ্য সমৃদ্ধ জীবন, পরিশ্রমে পূর্ণ,
রাকিবুল আলম খান সুজান, দেশের গর্বিত অঙ্গী।
------------------------------- সূত্র অনলাইন


২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।