উপ-পরিচালক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উপ-পরিচালক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
****************************************
১ম স্তবক – জন্ম ও পরিবার
---------------------------------------------------
উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান মোল্লা, রিপন!
পিতা মোঃ আবুল হোসেন মোল্লা, মাতা মোসাঃ জাহানারা বেগম!
রাওনাট গ্রামে জন্ম, কাপাসিয়ার মাটিতে শিকড় গেড়েছে প্রাণ,
শৈশব নদীর নীরব বিদ্রোহ, বাতাসে ঝড়ের মতো আলো আর ছায়া।
পরিবারের মমতা, দায়িত্বের আগুন—
সব মিলিয়ে গড়ে তোলে কৃতিশীল মন, সাহসী চেতনা,
জীবন যেন ঝড়ে ভরা তরঙ্গ, অচঞ্চল কিন্তু অদম্য।
২য় স্তবক – শিক্ষা ও জ্ঞানচর্চা
--------------------------------------------------
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়—এসএসসির স্বপ্নের শিখা জ্বলে,
ডিগ্রী কলেজে এইচএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএসএস (অনার্স), এমএসএস অর্জন।
জ্ঞান সে শিখেছে বইপত্রে নয়—
প্রকৃতির ঝর্ণা, বাতাসের তেজ, নীরবতার বিদ্রোহে।
ধৈর্য, মনোবল, আত্মবিশ্বাস—
শিখেছে অন্ধকার কাটিয়ে আলো জাগাতে,
জীবনকে বিপ্লবী পথে দাঁড় করাতে।
৩য় স্তবক – কর্মক্ষেত্র ও পরিবার
BMET-এর নিঃশব্দ নদীর মতো শান্ত,
উপ-পরিচালক নিঃশব্দে কাজ করে, পরিশ্রমের ঝড় বয়ে।
পরিবারে স্ত্রী, দুই কন্যা, এক পুত্র—
ছোট ছোট হাসি, জীবনের দীপ্তি, শান্তির ঝর্ণা।
মানবসেবা, দেশের সেবা, প্রতিটি ক্ষণে সে জ্বলে,
অন্ধকারে আলো, ধ্রুবতারার মতো স্থির,
পরিশ্রম, সততা, মেধার বিপ্লবী সঙ্গীত বাজায়।
৪র্থ স্তবক – সংগ্রাম ও বিপ্লবী চেতনা
------------------------------------------------
সংগ্রামী জীবন, উত্তান-পতন—
রাওনাটের কৃতি সন্তান, অদম্য, অপ্রতিরোধ্য।
বিপ্লবী চেতনা ঝড়ের মতো উড়ে,
চুপচাপ লড়ে, হিমশিম খায়,
কিন্তু চোখে আগুন, হৃদয়ে অগ্নিশিখা।
অসুবিধা, লাঞ্চনা, পারিবারিক অবহেলা—
সব কেটে গেছে নদীর মতো,
শেষে দেখা মেলে বিজয়ের অমলিন আলো।
৫ম স্তবক – প্রতিকূলতা ও সাফল্যের সমাপনী
--------------------------------------------------
দোষা না করেও দোষী,
বঞ্চনা, লাঞ্চনা, তুচ্ছ ব্যথা সহ,
তবু বিপ্লবী মন অচল নয়।
সংগ্রামের শেষে দাঁড়ায় সে,
নীরব বিজয়ীর মতো,
অতীতের সব শূন্যতা ঝরে যায়, জীবন পূর্ণ আলো।
রাওনাটের কৃতি সন্তান—
প্রেরণার দীপ, সংগ্রামের স্রোত,
বিপ্লবী আত্মা, অধ্যবসায়ী মন—
জীবনের প্রতিটি কোণে জ্বলে ওঠে সত্য, পরিশ্রম, বিজ্ঞান, সততা, প্রজ্ঞা।
----------------------------------------সূত্র রিপন ভাই নিজে
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।