প্রধান ক্লাউড প্রকৌশলী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রধান ক্লাউড প্রকৌশলী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
১ম স্তবক – জন্ম ও শিকড়
-----------------------------------------

দূর্গাপুরের কৃতি সন্তান, নাশেরা গ্রামে শিকড় গেঁথে,
তারাগঞ্জ স্কুলের গান শুনে, পিতার স্বপ্ন আঁকলো ভেবে।
পিতার নাম আকতারুজ্জামান, গড়লেন জীবনের বাতি,
সরকারি কর্মীর সন্তান তিনি, বদলেছে স্কুলের যত দিকি।

২য় স্তবক – শিক্ষা ও জ্ঞানের দীপ
-------------------------------------------

শেষমেশ আশ্রয় পেলেন তিনি, তারাগঞ্জ শিক্ষালয়ে,
এস.এস.সি ও এইচ.এস.সি লিখলেন জ্ঞানের জয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে, জ্ঞানের দীপ জ্বলে,
সাহিত্য, বিজ্ঞান, দর্শনের স্রোত মিলেছে স্বপ্ন-তলে।

৩য় স্তবক – বিদেশের শিক্ষা
--------------------------------------------

ভার্জিনিয়ার আকাশ ছুঁয়ে, এম.বি.এ’র আলোক,
মিসৌরির মাটিতে পড়লেন আবার, ERP’র শ্লোক।
Enterprise Planning, Business শিক্ষা, যুক্ত হলো মহিমায়,
ইঞ্জিনিয়ারিং জ্ঞানের দিগন্ত খুলে, বিশ্বকে দিলেন সায়।

৪র্থ স্তবক – কর্মজীবনের শিখর
-------------------------------------------
Engineer in Google Cloud, সমাধান আর্কিটেক্ট,
কোডের ভেতর, সৃজনশীলতা, দেয় বিশ্বে নতুন দৃষ্ট।
Lead Cloud Engineer—শিরে শোভে, প্রযুক্তির দীপশিখা,
বিশ্বময় তিনি সততার অঙ্গীকারে, জ্বালেন আশার দীপিকা।

৫ম স্তবক – জীবনদর্শন
----------------------------------------------
পরিশ্রম তার নদীর স্রোতে, ফুলের মতো শুদ্ধ,
আকাশ ছোঁয়া সততার চেতনা, দীপ্ত হয় অমৃত।
সংগ্রাম তাকে করেছে অচঞ্চল, করেছে মহীয়ান,
প্রকৃতি-প্রেমে জেগেছে অন্তর, সাহিত্যের সুলল গান।

৬ষ্ঠ স্তবক – মহাকাব্যের পথচলা
-----------------------------------------------
নদীর ঢেউ, আকাশের নীল, ইঞ্জিনিয়ারিং জ্যোতি,
মারুফের জীবন এক মহাকাব্য— সততা, স্বপ্ন, ঐক্যগীতি।
গ্রাম থেকে গুগলের আকাশ, অধ্যবসায় পথের দিশা,
দূর্গাপুরের কৃতি সন্তান— সাহিত্য, বিজ্ঞান, পরিশ্রমে মহিমা।
------------------------------------- সূত্র অনলাইন


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।