ডেপুটি ডিরেক্টর–ICT
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ডেপুটি ডিরেক্টর–ICT
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

১ম স্তবক – জন্ম ও প্রাথমিক আলো
------------------------------------------
বাড়িগাওয়ের কোলে জন্ম নিল রশিদা সুলতানা,
হামিদউল্লাহর কোল থেকে জীবন পেল আশ্রয়।
মাজেদা বেগমের মমতায় মোড়া প্রতিটি ক্ষণ,
রানিগঞ্জ হাই স্কুলে শিখলো প্রথম জ্ঞানের সুর।

২য় স্তবক – শিক্ষার উজ্জ্বল পথ
--------------------------------------------
কাপাসিয়া ডিগ্রি কলেজে পড়াশোনা–জ্ঞান চেনা,
কম্পিউটার বিজ্ঞানে পাবনা বিশ্ববিদ্যালয়ে পা রাখে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে মিললো প্রজ্ঞা,
প্রযুক্তির চাবিকাঠি হাতে নিয়ে, সৃষ্টির পথে অগ্রসর।

৩য় স্তবক – কর্মজীবনের যাত্রা
-----------------------------------------
পাবলিক ব্যাংকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার–সিনিয়র অফিসারের পদে,
লজিক, কোড আর সংখ্যা–তার হাতের জাদু।
বর্তমানে ডেপুটি ডিরেক্টর–ICT সেল, ডিটিসিএ-তে,
সড়কের ছন্দে, প্রযুক্তির ধারায়, সেবা দান করে প্রতিদিন।

৪র্থ স্তবক – প্রকৃতি ও সৃজনশীলতা
---------------------------------------------
সবুজ পাতার হাওয়ায় খুঁজে পায় নতুন কোডের গান,
নদীর ছন্দে বুনে দেয় ডিজিটাল স্বপ্ন।
প্রকৃতি তার শিক্ষক, বাতাস তার প্রেরণা,
সৃষ্টির মানচিত্রে আঁকে প্রতিটি লাইন, প্রতিটি ফ্রেম।

৫ম স্তবক – মনোযোগ, প্রেম ও যুদ্ধ
-----------------------------------------------
যুদ্ধ নয় বাহ্যিক, বরং জ্ঞান, মনোযোগ, ধৈর্যের,
প্রতিটি সমস্যার কোডেই লড়াই–নিখুঁত সমাধান, নিখুঁত সেবা।
প্রেম ও সহমর্মিতা তার হাতের তীর,
জীবনের পথে বাড়িয়ে দেয় সাহায্যের আলো।

৬ষ্ঠ স্তবক – পরিবার ও জীবনের প্রকল্প
-----------------------------------------------------
বিবাহিত, এক প্রিন্সেসের মা, জীবনের সেরা প্রকল্প হাতে,
প্রেম ও যত্নে প্রতিটি ক্ষণ পূর্ণ।
সেবা, সৃজন, মনোযোগ–এই তিনটি তার দৈনন্দিন ধর্ম,
জীবনের কোডে রচনা করে নতুন ইতিহাস।


শেষ স্তবক – প্রার্থনা ও দর্শন
---------------------------------------------------
হে প্রিয় পাঠক, প্রার্থনা করুন আমাদের জন্য,
প্রকৃতি, প্রযুক্তি, প্রেম ও সেবার পথ যেন মিলে।
জ্ঞান হোক আমাদের অস্ত্র, সৃষ্টিশীল হৃদয় হোক দীপ,
আলোকিত হোক জীবন, প্রতিটি কোডে থাকুক চিরন্তন আলো।
------------------------------------- সূত্র অনলাইন


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।