মানবিক চেয়ারম্যান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মানবিক চেয়ারম্যান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
পাবুরের মাটিতে জন্ম অগ্নিশিখা,
কাননে কাননে বাজে তার সাহসের ঝঙ্কার।
আজগর হোসেন খান—জনতার হৃদয়ে জ্বলে দীপ,
মানবতার পথে ছুটে যায়, জনসেবায় পূর্ণ অঙ্গীকার।
আবুল হোসেন খানের পুত্র, সহজ সরল প্রাণের অধিকারী,
কাপাসিয়ার ৯নং ওয়ার্ডে প্রতিটি গ্রাম গায় তার কীর্তি।
বানারহাওলা, বড়জোনা, বরুন, চারবাড়ীয়া, দস্যু নারায়নপুর,
জামিরারচর, জুনিয়ার পথচিহ্নে ফুটে ওঠে তার কর্মের দীপ্তি।
জাতীয়তাবাদী দলের অকোতভয় সৈনিক,
বিএনপির আহ্বায়ক কমিটিতে সৎ ও নিষ্ঠার প্রতীক।
পাবুর স্কুলের বারবার নির্বাচিত সভাপতি, জনসেবার প্রিয় মানিক,
শিল্প-ও-বাণিজ্য মেলায় দাঁড়ায় সাহসী, মানুষের পাশে অটল।
শাহ রিয়াজুল হান্নান শাহ—প্রিয় ভাজন, সহযোদ্ধা হাতে হাত,
ব্রিগেডিয়ার আ. স. ম. হান্নান শাহের নেতা, প্রেরণার অগ্নিশিখা।
শহীদ জিয়ার আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের মন্ত্রে বলিয়ান,
তিনজন একত্রে অন্যায়ের বিরুদ্ধে ঝড় তোলে, জাতির হৃদয়ে প্রেরণা জাগায়।
নদীর স্রোত যেন তাদের অগ্রযাত্রার গান,
ফুলের সুবাস তাদের ভালোবাসার প্রতীক।
আকাশের নীল, সাগরের বায়ু—সবকিছুতে খুঁজে পায় মুক্তির আলো,
বিজ্ঞান ও প্রকৃতির মিলনে জাগে মানবিক দৃষ্টি।
ফুল ফোটে প্রণয়ে, নদী গায় মুক্তির গান,
সাগর ছিঁড়ে আনে স্বপ্ন, আকাশে উড়ে অশেষ প্রেরণা।
মানবিক চেতনা ও সততার সঞ্চার,
সমাজের অন্ধকার দূর করে, বিপ্লবী আলো জ্বালায় সর্বত্র।
মানবিক চেয়ারম্যান আজগর হোসেন খান,
শাহ রিয়াজুল হান্নান শাহ ও তাদের নেতা—
ত্রয়ী একত্রে মানুষের হৃদয়ে নতুন আশা, নতুন প্রেরণা।
বিপ্লব তাদের লক্ষ, মানবতা তাদের পথ,
সত্যের দীপ জ্বালিয়ে রাখে তারা, প্রতিটি পদে জন্মায় নতুন আলো।
ফুলের হাসি, নদীর স্রোত, সাগরের বায়ু, আকাশের বিশালতা—
সব মিলিয়ে তাদের জীবন, সব মিলিয়ে তাদের বিপ্লবী দর্শন।
পাবুর গ্রামের কৃতি সন্তান আজগর হোসেন খান,
মানবতার দীপ্ত শিখা হয়ে জ্বলে সমাজে আলো ছড়ায়,
ত্রয়ী একসাথে—শহীদ জিয়ার আদর্শ, মুক্তিযুদ্ধের মন্ত্রে বলিয়ান,
জনসেবা, সততা, বিপ্লব—সব মিলিয়ে উদাহরণ হয়ে ওঠে।
------------------------------------------------------------
২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।