আল্লাহ’র ডাকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আল্লাহ’র ডাকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—
আজ ২৮ সেপ্টেম্বর, রাওনাট পশ্চিম পাড়া,
মোল্লা বাড়ীর মুমিনা বাড়ীতে,
মোঃ উসমান মোল্লা চলে গেছেন নীরবে।
“সত্যিই আমরা আল্লাহর, এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব” (সূরা আল-বাকারাহ ২:১৫৬)

প্রাণ নিভে গেছে, হৃদয়ে ব্যথার ছায়া,
অশ্রু ঝরে পরিবার ও বন্ধুদের চোখে।
“প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ পাবে” (সূরা আল-ইমরান ৩:১৮৫)
মাগফেরাত চাই, গুনাহ মাফ হোক,
আল্লাহর রহমতে শান্তি ভরে উঠুক আত্মার কাশা।

জান্নাতুল ফেরদৌস হোক চিরবাসা,
“যারা বিশ্বাস করে ও কল্যাণকর্মে লিপ্ত হয়, তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান” (সূরা আল-নাহল ১৬:৩০)
মৃত্যুর পরও হোক সম্মান, প্রার্থনার আলোয়।

আল্লাহ’র ডাক—এক অমোঘ আহ্বান,
শোকের মাঝেও শিক্ষা, ধৈর্য ও দোয়া।
মোঃ উসমান মোল্লার নাম স্মৃতির পাতায় লেখা হোক,
চির শান্তির প্রার্থনায়, জান্নাতের আলোয়।

আল্লাহ’র কৃপায় হোক শান্তি অশেষ,
তার আত্মা ভরে উঠুক নূরের ফোয়ারা।
আমরা প্রার্থনা করি, দোয়া করি সর্বক্ষণ,
আল্লাহর রহমতে যেন বয়ে যায় চিরদিন শান্তির স্রোতধারা।

শোকের তীব্রতায় হৃদয় ভরে উঠুক,
ধৈর্যের আলোতে বয়ে যাক প্রার্থনার স্রোতা।
মৃত্যু যেন শুধুই নতুন জীবনের প্রারম্ভ,
আল্লাহ’র কাছে যেন ফিরে যায় আত্মার প্রশান্তি।
-----------------------------------------------


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।