শিল্প ও কর্মসংস্থান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শিল্প ও কর্মসংস্থান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে
জন্ম নিলো মো. দেলোয়ার হোসাইন—
পিতা ডা. মো. আক্তার উদ্দিন, মাতা ফাতেমা আক্তার,
মাটির গভীর থেকে উঠল, যেন শালগাছের সবুজ দীপ্তি।


১৯৮৬—মনোহরদী পাইলট উচ্চবিদ্যালয়ে এসএসসি,
১৯৮৮—হাতিরদিয়া ডিগ্রি কলেজে এইচএসসি।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বি.এ অনার্স, এম.এ—
জ্ঞান ও চিন্তার আকাশে উঁকি দেয় অনল দীপ।

পরিচালক—বি বি এস গ্রুপ, নাহি গ্রুপে নেতৃত্ব,
চেয়ারম্যান—ডাফ ইন্ডাস্ট্রিজ লি., কর্ম ও শিল্পের দিশা।
উদ্যোক্তা, শিল্পপতি, কর্মসংস্থানের আলোকদীপ্ত পথ,
শত মানুষের জীবিকা, আশা ও নিরাপত্তার প্রদীপ।

জনদরদী, সমাজসেবক, রাজনীতিবিদ,
ব্রিগেডিয়ার আ. স. ম. হান্নান শাহর স্নেহভাজন।
শাহ রিয়াজুল হান্নানের সহযোদ্ধা,
জিয়ার আদর্শে গড়া একনিষ্ঠ সৈনিক,
মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান, সাহসী নেতা।
সাবেক তুখোড় ছাত্রনেতা, যুবদল নেতা,
জাতীয়তাবাদী দলের অদম্য প্রতীক।

প্রকৃতি, বিজ্ঞান, সমুদ্র, পাহাড়-পর্বত—
সবকিছুই অন্তরের শিক্ষা ও প্রেরণা।
সাম্যের গান, মানবতার চিন্তা, পররোপকারিতা,
যেন পদ্মার জলে স্রোতের নীরবতা,
যেন শালবনের শান্ত বাতাস।

E-mail: dalowar@bbspeb.com

মোবাইল: ০১৭১-১৫৮১৬২৩

দেলোয়ার হোসাইন—কাপাসিয়ার দীপ,
অন্ধকার ভেদী প্রদীপ,
জনতার স্বপ্নভেদী।
শিল্পে, রাজনীতিতে, সমাজে তিনি দিশারী,
স্বপ্ন থেকে কর্মে গড়েন আলোকিত ভুবনভারি।
------------------------------------------------


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।