রাওনাট ইয়ং স্টার ক্লাব
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট ইয়ং স্টার ক্লাব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*******************************************
পরিচয় ও গঠন
---------------------------------------

২০১২ সালে রাওনাটের বুকে জন্ম হলো স্বপ্নের ঢেউ,
এক ঝাঁক তরুণ, বিপ্লবী, মানবিক, শক্তির স্পন্দন ধরে রেখো।
রাওনাট ইয়ং স্টার ক্লাব—চেতনার বাতিঘর,
প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম নোবেল, পথপ্রদর্শক হয়ে।
সভাপতি খোকন মোল্লা, দৃঢ় সংকল্পে অটল,
প্রথম সাধারণ সম্পাদক মারুফ আল মামুন,
যার অকাল প্রয়াণে শূন্যতা ভর করেছিল ক্লাবে।
তখন দায়িত্ব নিয়েছিল ইয়াছীন মীর,
আজ তারা ইতিহাসের অংশ হয়ে গেছে অনন্য সাহসে।
মাসুম মোল্লা—সাধারণ সম্পাদক,
শহিদুল ইসলাম নওফেল—প্রধান উপদেষ্টা,
তাদের দিশা, তাদের হাত ধরে জ্বলে ক্লাবের আলো,
আগামী সৃজন ৪ খেলায় বিজয় আমাদের অঙ্গীকার।
**********************************************************

কাব্যিক শিরোনামঃ জাতির প্রত্যাশা
----------------------------------
বিপ্লবী চেতনায় জেগে উঠো, তরুণ হৃদয়—
অন্যায়ের অন্ধকার ভেঙে দাও সত্যের প্রদীপ।
ন্যায়বিচারের মঞ্চে দাঁড়াও অটল,
মানবতার আগুন জ্বালো অন্তরে অন্তরে।

নৈতিকতার তীর ধরো, সাহসের ডানায় উড়ে যাও,
স্নেহ-মমতার সেতুবন্ধন গড়ে তোলো প্রজন্মের মাঝে।
দেশপ্রেমের সোনালী আলোয় উদ্ভাসিত হও,
মানবিক সেবার মহাসড়কে হেঁটো অম্লান পদক্ষেপে।
হিংসা-বিদ্বেষের অন্ধকারে হারিও না কখনো,
বিপ্লবী সাহসের দ্যুতি হয়ে দাঁড়াও প্রতিটি কাজে।


বন্ধুত্বের শক্তি গড়ে তোলো অটল প্রাচীর,
সহানুভূতির আলো ছড়িয়ে দাও চারপাশে ঘনীর।
সাম্য, সম্প্রীতি, সামাজিক বন্ধন—
হোক চিরন্তন প্রতিশ্রুতি, অটল প্রতীক হয়ে।

মুক্তিযুদ্ধের চেতনাকে করো প্রাণের অঙ্গ,
চাঁদাবাজি, দখলদারির কালো হাত ভেঙে ফেলো।
সমাজের পথে হেঁটে চলো সাহসী যোদ্ধা হয়ে,
মানবতার দীপ্তি ছড়িয়ে দাও প্রতিটি প্রান্তে।
রক্তমাখা সংগ্রামের চেতনা মনে রাখো,
সত্যের দীপ্তি নিয়ে লড়ো, জয় হবে অব্যাহত।


লাল-সবুজ পতাকার বুকে ধারণ করো শপথ,
বন্ধুত্বের বন্ধন রাখো অটুট, অবিচ্ছেদ্য।
সত্যের নিশান উড়িয়ে দাও বাতাসে,
গণতন্ত্রের লড়াই করো সাহসী পদক্ষেপে।

রাওনাট ইয়ং স্টার ক্লাব, যুবশক্তির প্রদীপ,
মানবতার মহাসেতু, বিপ্লবের অটল শিখা।
নবপ্রজন্মের জন্য হয়ে ওঠো আলো,
সত্য, ন্যায় ও মানবতার দীপ্তি বহন করো সর্বত্র।

লড়াই করো, জয় করো—হৃদয়কে ভাঙো না কখনো,
প্রতিটি পদক্ষেপে ঝরে পড়ুক চেতনার অগ্নিকণা।
তারা রচনা করছে ইতিহাস,
বিপ্লব ও মানবতার যজ্ঞে জ্বেলে রাখো আলোকরাশি।
-----------------------------------------------------------


২৯-০৯-২০২৫


২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।