অধ্যক্ষের আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অধ্যক্ষের আলো
কলমেঃ মোঃ আমিনুল এহাছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
******************************************
পরিচয়ঃ-
-------------------------
নামঃ মুহাম্মদ রাকিবুল হাসান খান
পিতা – মাওলানা হাকীম মোজাম্মেল হক খান
মাতা – মমতাজ বেগম
গ্রাম – চাঁদপুর, পোঃ ভাওয়াল, চাঁদপুর
থানা – কাপাসিয়া, জেলা – গাজীপুর

শিক্ষা জীবনঃ
-----------------------------
প্রাইমারী – কামড়া মাসক সরকারী প্রাথমিক বিদ্যালয়
দাখিল – ১৯৯৪, প্রথম বিভাগ
আলিম – ১৯৯৬, প্রথম বিভাগ
ফাজিল – ১৯৯৮, প্রথম প্রভিয়াগ
কামিল – ভাংনাহাটি-রহমানিয়া কামিল মাদরাসা, ২০০০
এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বি.এ. অনার্স-ইসলামী শিক্ষা, ২০১৫, ৩.৭৩ – প্রথম সমমান

কর্মজীবন ও সাংগঠনিক কার্যক্রমঃ
-------------------------------------
২০০১–২০১৯: এম. এ. রাজ্জাক মাস্টার দাখিল মাদরাসা, গাজীপুর – সুপারিনটেনডেন্ট
২০১৯–বর্তমান: হাতিয়ার ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা – অধ্যক্ষ
সম্পাদক: হাতিয়ার দারুল আমান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা
সম্পাদক: বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন, গাজীপুর মহানগর শাখা
সহকারী কমিশনার: বাংলাদেশ স্কাউট, গাজীপুর সদর উপজেলা
সাবেক সহকারী কমিশনার: বাংলাদেশ স্কাউট, গাজীপুর জেলা

কৃতিত্বঃ
----------------------------------------
২০১৯: ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড, বৃটিশ কাউন্সিল
২০১৭: গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান – মাদরাসা
২০১৯: গাজীপুর জেলার প্রতিষ্ঠান প্রধান – মাদরাসা
*************************************************************

কাব্যিক স্তবক – অধ্যক্ষের আলোঃ
---------------------------------------

কাপাসিয়ার আলোকিত সন্তান, জ্ঞান-মধুর দীপ জ্বেলে অন্তরে,
শিক্ষা ও প্রজ্ঞার পথে সে পথ দেখায় ধীরে ধীরে।

কোরআন-হাদিসের আলো ছড়ায় প্রতিটি চিন্তায়,
দায়িত্ববোধ, মানবিকতা মিশে হৃদয়ে গভীর প্রতিফলন।

মেধাবী ছাত্র, আধুনিক কলা-কৌশল জানে,
সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান, দেশপ্রেম, প্রেম ও মানবিকতা ধারণে।

প্রকৃতি, নদী, পাহাড়, আকাশের নীল, সবই শিক্ষা দেয়,
আল্লাহর সৃষ্টি ভেবে অন্তরে ভরে মমতার আলো।

শান্ত, ধৈর্যশীল, উদার, দুঃস্থের পাশে সবসময়,
শিক্ষার্থীর অন্তরে জ্বেলে অনুপ্রেরণার দীপ্তি অমোঘ।

নেতৃত্বগুণে আলোকিত, সমাজ ও জাতির উন্নয়নে,
আদর্শ অধ্যক্ষের প্রভাব ছড়ায় মানবিকতার ছায়ায়।

শিক্ষার দীপ চিরজ্বল, প্রেম, প্রজ্ঞা ও নৈতিকতায় ভরা,
অধ্যক্ষের আলো – পথপ্রদর্শক, শিক্ষার অনন্ত আলো।

জ্ঞানার্জন, মানবসেবা, নেতৃত্ব, ধর্ম-বিশ্বাস – সবই তার দর্শনে,
অধ্যক্ষের আলোকিত জীবন, প্রজন্মকে দেখায় চিরস্থায়ী দিশার আলো।
--------------------------- সূত্র অধ্যক্ষ নিজ


২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।