বাপ্পি সুলতানা ও LGED-এর ভাবনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বাপ্পি সুলতানা ও LGED-এর ভাবনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
ব্যক্তিগত তথ্য
-----------------------------
নামঃ বাপ্পি সুলতানা
গ্রামঃ মির্জানগর
ইমেইলঃ bappysultana@gmail.com
পারিবারিক তথ্য
---------------------------------
পিতাঃ আবুল কাশেম
মাতাঃ শিলপি
স্বামীঃ মাহবুব হাসান

প্রশাসনিক তথ্য
-------------------------
ইউনিয়নঃ সোনমানিয়া
থানাঃ কাপাসিয়া
জেলাঃ গাজীপুর

শিক্ষা ও যোগ্যতা
---------------------------------
এস.এস.সিঃ সোনমানিয়া আদর্শ হাই স্কুল (২০০৯)
এইচ.এস.সিঃ হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ (২০১১)
বিবিএসঃ ন্যাশনাল ইউনিভার্সিটি, হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ (২০১৪)
এমবিএঃ ন্যাশনাল ইউনিভার্সিটি, নরসিংদি গভর্নমেন্ট কলেজ (২০১৬)

কর্মজীবন
---------------------------------------
লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (LGED)
***********************************************************

বাপ্পি সুলতানা ও LGED-এর ভাবনা
---------------------------------------------------------

তিনি গ্রামের ধুলোয় চেয়ে দেখেন দূরের আশা,
কাঁধে বয়ে আনেন সাহস, পথ নির্মাণে দিশা।
সড়কের রেখায় জীবন, সেতুর ছায়ায় আনন্দ,
প্রকল্পের কাজেই মানুষের মুখে হাসি ফোটায় তিনি।

বৃষ্টি-পানি, মাটি খুঁড়ে সমাধান খুঁজে পান,
মানবতার আলোতে পথ আলোকিত করে পুরো গ্রাম।
প্রতিটি বাঁধা যেন সৃজনের পরীক্ষা,
ধৈর্য আর প্রজ্ঞায় গ্রাম-শহর করে তিনি আলোকিত।

LGED-এর দর্শনে তিনি বাঁধেন হৃদয়ের রেখা,
প্রকৌশল আর মানবিক চেতনার মেলবন্ধনে খুঁজে নেন দৃষ্টি।
শহর-গ্রাম মিলিয়ে যাতায়াত করে নিরাপদ,
সেতু-সড়কে ছড়ায় সুখ, আশা, মানুষের ঘর-চিঠি।

তার ভাব, মানবিকতার ছোঁয়া, সেবা ও প্রজ্ঞা,
প্রকল্পের পথে, দেশের গর্বে ভরা।
প্রত্যেক কাজের মধ্যে খুঁজে পান জীবনের গান,
LGED-এর আলোয় জ্বলে উজ্জ্বল তার চেতনাপ্রাণ।
------------------------------------সূত্র অনলাইন।


২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।