উদ্যোক্তার স্বপ্ন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উদ্যোক্তার স্বপ্ন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
পরিচয়
-----------------------
নামঃ এস এম সাখাওয়াত
পিতার নামঃ আব্দুল কাদির কবির
গ্রামঃ কান্দানিয়া
পোস্ট + থানাঃ কাপাসিয়া
উপজেলাঃ কাপাসিয়া
জেলাঃ গাজীপুর
শিক্ষাজীবনঃ
-------------------------------
পিএসসি: ১৯৯৯ ইং, খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
দাখিল: ২০০৪ ইং, রাউৎকোনা ফাজিল মাদ্রাসা
আলিম: ২০০৬ ইং, রাউৎকোনা ফাজিল মাদ্রাসা
বি.এ (অনার্স): ২০১০ ইং, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
এম.এ (মাস্টার্স): ২০১১ ইং, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
এল.এল.বি: ২০১৮ ইং, সিটি ল' কলেজ ঢাকা
সাংগঠনিক পরিচিতিঃ
সভাপতি, কান্দানিয়া মোঃ শাহাজ উদ্দিন মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়
সভাপতি, কান্দানিয়া আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিমিটেড
প্রতিষ্ঠাতা সদস্য, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ
উপদেষ্টা, "রক্তদান সেবা সংঘ" কাপাসিয়া
ব্যবসায়িক স্বত্বাধিকারঃ
মেসার্স এস এম এন্টারপ্রাইজ
মেসার্স সারা মৎস্য খামার
নূর অ্যান্ড সারা ফিড মিল লিমিটেড, কাপাসিয়া, গাজীপুর
রক্তের গ্রুপঃ "O" Positive
ই-মেইলঃ ms.smenterprise92@gmail.com
মোবাইলঃ ০১৯১৪১৬০৬৯৭, ০১৭৩৬৯২৮১৩৪
******************************************************
শিরোনামঃ উদ্যোক্তার স্বপ্ন
-------------------------------------
এস এম সাখাওয়াতের নাম জ্বলে, আলোর মতই প্রাণ,
সমাজসেবার দীপশিখা জ্বেলে, মুছে সব ভয় ও শান।
নেতৃত্বের পথে দৃঢ় অঙ্গীকার, শক্তি ছড়ায় চারদিক,
সংগঠনের বাঁধন মজবুত হয়, জীবনের হয় অনন্য ক্লিক।
প্রকৃতির বুকে প্রেমের সুর, রোমান্টিক ছোঁয়া লাগে,
সবুজ মাঠে শ্রমের ঘ্রাণে, জীবন নতুন রঙ হাসে।
বিজ্ঞানচেতনায় যুক্তি মেলে, উন্নতির পথ দেখায়,
মানবতার অমল স্রোতে, আশার দীপ জ্বলে জাগায়।
কর্মসংস্থানের সৃষ্টিতে, গড়ে ওঠে নতুন জীবন,
প্রতিষ্ঠান, সংগঠন, নেতৃত্ব, মিলায় মানুষের সোনার বিন।
দানের হাতে আশা জাগে, অসহায় পায় প্রেরণা,
সেবার দীপশিখা জ্বলে, হৃদয় হয় আনন্দধারা।
প্রকৃতি, প্রেম, মানবিকতা, কর্মের মহিমা মেলে,
এস এম সাখাওয়াতের নামে, সমাজে আলো ফেলে।
ভালোবাসা ও দানে বাঁধা, জীবন হয়ে ওঠে কবিতা,
উদ্যোক্তার পথচলায় বাজে, নতুন প্রজন্মের ছন্দ ধ্রুবিতা।
নেতৃত্বের দীপ্তি ছড়িয়ে পড়ে, সমাজ পায় নতুন দিশা,
সমৃদ্ধির এ সমুদ্রপথে, জাগে আশা অমলিশা।
প্রতিটি চরণের শেষে ছন্দ, মিলে যায় মধুর রাশি,
সমাজসেবা, প্রেম, প্রকৃতি—মিশে এক অনন্ত ভাসি।
উদ্যোক্তার স্বপ্নপথে চলে, প্রজন্ম পায় নতুন দিশা,
এস এম সাখাওয়াতের নামে জ্বলে, মানবতার অমলবিস্বা।
--------------------------------সূত্র অনলাইন
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।