“স্বাস্থ্য ও বিজ্ঞান সাধনা”
- মোঃ আমিনুল এহছান মোল্লা
“স্বাস্থ্য ও বিজ্ঞান সাধনা”
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
ব্যক্তিগত তথ্যঃ
-----------------------------
নাম: মারুফ হক খান, চেতনায় আলোকিত প্রাণ,
গ্রাম: খান বাড়ি, দরি ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুরের মান।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঃ
----------------------------------
প্রাইমারী শিক্ষা: ভাকোয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেধার মেলা,
এসএসসি (১৯৯৮): মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকার নীলা,
এইচএসসি (২০০০): নটরডেম কলেজ, ঢাকা, জ্ঞানের আলোয় ভরা ঝরা।
উচ্চশিক্ষাঃ
-----------------------------------
এমবিবিএস: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চেতনায় ভরা প্রেরণা,
মাস্টার্স ইন পাবলিক হেলথ (MPH): নিপসম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবায় উৎসাহ ও সঞ্চারণা।
স্নাতকোত্তর ও পিএইচডিঃ
-----------------------------------
মাস্টার্স সাইন্স ইন হেলথ ইনফরমেটিক্স (MSc): মাহিদুল ইউনিভার্সিটি, থাইল্যান্ড, তথ্যের ছন্দে প্রাণ,
পিএইচডি: সিগা ইউনিভার্সিটি অব মেডিক্যাল সাইন্স, জাপান, জ্ঞানপিপাসায় জীবন দান।
বর্তমান কর্মস্থলঃ
-----------------------------------
বর্তমান কর্মস্থল: পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মানুষের সেবায় নিবেদিত যত্ন ও দিশা।
********************************************
শিরোনাম: “স্বাস্থ্য ও বিজ্ঞান সাধনা”
---------------------------------------------
পাবলিক হেলথে স্বপ্নের আলো জ্বলে,
প্রকৃতির কোলে মানবের আশা মিলে।
গবেষণার পথে হৃদয় যেন উজ্জ্বল,
বিজ্ঞানী চেতনায় জাগে নতুন উন্মেষের ঝুল।
ডাটা আর ইনফরমেশনের ছন্দে বাজে গান,
মানবতার সেবায় হৃদয় খুঁজে পায় প্রাণ।
রোগ-ব্যাধির বিরুদ্ধে লড়াই নীরব,
প্রতিটি জীবন যেন মেলে নতুন অনির্বাণ তীরব।
প্রকৃতির ছোঁয়া, নদী, আকাশ, পুষ্পের প্রেম,
সাহিত্য চর্চায় ভরে জীবনের রঙিন খেম।
চিকিৎসা ও বিজ্ঞান মিলে গড়ে পথের আলো,
প্রেম ও সেবা দেয় মানবকে চিরকাল স্থিরপ্রলো।
স্বদেশের মাটিতে যে চেতনা জন্মায়,
মানবতার জন্য প্রতিটি প্রাণ তা খোঁজে পায়।
গবেষণা, আলোচনা, নতুন ভাবনার প্রেরণা,
পাবলিক হেলথে হৃদয় খুঁজে পায় সাফল্যের সেতনা।
প্রেমের ছোঁয়া, বিজ্ঞানী হবার মন্ত্র,
প্রতিটি কাজে জাগে মঙ্গল ও সন্ত্র।
চূড়ান্তভাবে জীবন, দর্শন ও মানবতার মিল,
কাব্যিক ছন্দে খোলে চিরন্তন আনন্দের জিল।
মানবতার জন্য নিবেদিত চেতনা,
বিজ্ঞান, স্বাস্থ্য, প্রকৃতি—সবই তার বেদনা।
------------------------------- সূত্র অনলাইন্
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।