আল্লাহর নামের মাহাত্ম্য (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহর নামের মাহাত্ম্য (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাটম কাপাসিয়া,গাজীপরর
**************************************
ওহে রব, তুমিই আল্লাহ, রাহমান, রাহীম,
দুনিয়ার আঁধার ভরে যায় তোমার নূরে সীম।
মহান সত্তার সিংহাসনে বিরাজ কর, দয়াময়, জব্বার,
হৃদয়ে বাজুক করুণা, প্রেমের জ্বালায় আভার।
লতিফ, খাফিফ, হাসিব, ক্বুদ্দুস—সকল সৃষ্টির প্রণেতা,
আলোর ঢেউয় ভরে দাও প্রাণের মেতা।
তুমি রহমান, রাহীম, মালিকুল কুদ্দুস,
প্রতিটি হৃদয়ে বাজাও করুণা সুরের সুরসঙ্গীত।
আল-জব্বার, আল-মুতাক্বা, আল-হাক্ক,
সত্যের পথে চালাও, ভ্রান্তিকে ধ্বংস কর শাক্ক।
তোমার নামে সালিম, সালাহ, সামাদ,
সকল অসঙ্গতি দূর হয়, শান্তি আসে জগতমাদ।
আল-ওহাহাব, আল-রশীদ, আল-গফূর,
দয়ায় ভরে যায় ভক্তি, তোমার করুণা অনুর।
আল-মজিদ, আল-রাহীমুল ক্ববুল, আল-হাক্ক,
৯৯ নামের মাহিমা, বাজে গাই উঁচু বাক্ক।
উর্দূর মেহরবানী, রহমত, কুদরতি,
ফার্সির জালিল, করিম, রাহমতুল্লাহ অনন্ততি।
তুমি আল-খালিক, আল-বারি, আল-মুস্বী,
সৃষ্টির সব সৌন্দর্য, তোমারই কবল খ্রী।
আল-সুব্বাহ, আল-হাফিজ, আল-মুজিব,
আকাশ, ভূমি, হৃদয় ভরে তোমার করুণা রিজিব।
ওহে স্রষ্টা, তোমার ৯৯ নাম, আল্লাহু আকবার,
প্রতি মানবের হৃদয় আলোয় ভাসে নূরকার।
গোলামের ভাষায় বলি, হামদ তোমার,
ভক্তি, নূর, রহমত মিশে যায় তার।
আমিন।
-----------------------------------------------------------
০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।