অর্থনীতির শিক্ষক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অর্থনীতির শিক্ষক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
ব্যক্তিগত তথ্য
---------------------------
নাম: মাসুদ কাজী
পিতা: ফজলুল হক কাজী
মাতা: আনোয়ারা বেগম
গ্রাম: দেইলগাঁও
ইউনিয়ন: দূর্গাপুর
উপজেলা: কাপাসিয়া
জেলা: গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা
---------------------------------------

এম.এস.এস (অর্থনীতি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২০০৭ (অনুষ্ঠিত ২০১০)

বি.এস.এস (অনার্স) অর্থনীতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২০০৬ (অনুষ্ঠিত ২০০৮)

এইচএসসি (বিজ্ঞান), কাপাসিয়া ডিগ্রী কলেজ, ২০০১

এসএসসি (বিজ্ঞান), রানীগঞ্জ হাইস্কুল, ১৯৯৯

পেশা
-------------------------------------

পদবী: প্রভাষক

বিভাগ: অর্থনীতি

কর্মস্থান: সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ, ঢাকা

মোবাইল: ০১৭৯৮৫০০৯৭৮
*****************************************************

শিরোনাম: অর্থনীতির শিক্ষক
-----------------------------------------

অঙ্কের খাতায় বাজে প্রেমের সুর,
মূল্যের রেখায় জ্বলে আশার দীপ;
অর্থের স্রোতে ভেসে যায় জীবন,
বিজ্ঞানের ছোঁয়ায় জাগে হৃদয়ের দীপ।

বাজারের নিয়মে খুঁজে পাই মানবতার গান,
সংখ্যার স্রোতে মেলে সাহিত্যের রং;
চাহিদা-জোগানের মিলনে জন্মে আশা,
প্রভাষকের চোখে জ্বলে জ্ঞানের দীপ্তি অনুরণ।

শ্রেণিকক্ষে বাজে যুক্তির তেজ,
কলমে আঁকা হয় স্বপ্নের ছবি;
অর্থনীতির শিক্ষক, হৃদয়ের যাদুকর,
সংখ্যার ভেতর পুষে রাখে প্রেমের সুরাবলি।

মুদ্রার ছন্দে উড়ে রোমান্টিক মন,
প্রতিটি হিসাব যেন গীতের রূপ;
জ্ঞান আর সাহিত্য মিলে গড়ে দেয় এক জগত,
যেখানে হৃদয়-মনের চিরন্তন উৎসব ভূপ।

চাহিদা-সাপ্লাইয়ের খেলায় শেখায় জীবন,
হিসাবের অঙ্কে বাজে রোমান্টিক সুর;
অর্থের অঙ্কে আছে মানবতার গান,
বিজ্ঞান ছোঁয় হৃদয়, সাহিত্যে খোঁজে তুর।

শিক্ষকের পদধ্বনি শুনে জাগে আশা,
কলমের আলোয় সোনার স্বপ্নের ডানা;
সংখ্যা, শব্দ, প্রেম—মিলে এক জাদু,
অর্থনীতির শিক্ষক, হৃদয়ের প্রেরণার প্রহরী সারা।

গণিতের খাতা যেন স্বপ্নের পটে,
মূল্যের রেখা ফুটিয়ে তোলে রোমান্টিক ছবি;
প্রভাষকের কথায় বাজে প্রজ্ঞার সুর,
অঙ্ক আর সাহিত্যের মিলনে জাগে নব দিগন্ত।

প্রতিটি সূত্রে প্রতিফলিত হয় মানবতা,
বাজারে, শ্রেণিকক্ষে, হৃদয়ে রোমান্টিক আলো;
অর্থনীতির শিক্ষক, জ্ঞানের দীপ্তি, প্রেমের কবি,
জীবন শিখায়, মন জাগায়, আলো ছড়িয়ে দেয় সারাক্ষণ।
---------------------------------সূত্র অনলাইন


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।