আলোকিত পথ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আলোকিত পথ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
নামঃ লোকমান হোসেন
পিতা: হাফেজ নুরুল ইসলাম
মাতা: উম্মে কুলসুম
গ্রাম: দূর্গাপুর
ডাকঘর: রায়োনাট
পুলিশ স্টেশন: কাপাসিয়া
জেলা: গাজীপুর
শিক্ষাগত যোগ্যতা:
--------------------------------
এম.এ ইন ইএলটি : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
এম.এ ইন ইংরেজি : সরকারি তিতুমীর কলেজ
এম.এ (কামিল) ইন আল-হাদীস : মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসা
বি.এ অনার্স ইন ইংরেজি : সরকারি তিতুমীর কলেজ
বি.এড : জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাজিল (ডিগ্রি) : কামরা মাশক সিনিয়র ফাজিল মাদরাসা
এইচ.এস.সি (আলিম) : উত্তর বাদ্দা ইসলামিয়া কামিল মাদরাসা
এস.এস.সি (দাখিল) : দূর্গাপুর ডি এম ডি মাদরাসা
পেশা:
ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, রামপুরা, ঢাকা-এ ইংরেজি শিক্ষক
****************************************************************************
শিক্ষার আলোয় ভাসেন, জ্ঞানের নদীতে ভেসে,
মাতার মমতা, পিতার প্রেরণায় পথ চলেন তিনি।
শব্দের শক্তিতে বুনে যান চিন্তার সেতু,
ইংরেজি, হাদীস, কামিল, সবই মিলায় মনের সূতু।
পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় নয়, জীবনই শিক্ষার আলো,
প্রজ্ঞার দীপ জ্বেলে চলেন, অজ্ঞতার ছায়া দূর করেন তিনি।
মাদরাসার নীরব প্রার্থনা, কলেজের তীক্ষ্ণ পাঠ,
সবকিছুই গড়ে তুলেছে বুদ্ধির অমোঘ ভাসা।
ভাষার ঝর্ণাধারা, হৃদয়ের গভীর ভাব,
মানবিকতা, ন্যায়, ধৈর্য—সবই মিলে যায় এখানে।
শিক্ষক তিনি, তবে শিষ্যও—জীবনই বড় শিক্ষার্থী,
প্রত্যেক দুঃখ, প্রত্যেক আনন্দের মাঝে খুঁজে পান সত্যের চিহ্ন।
আল্লাহর নামে, জ্ঞানকে দিশারি করেন,
প্রতি ক্ষণে প্রেম, ধৈর্য, ন্যায় ও সততার সেতু বানান।
শিক্ষার ছোঁয়ায়, জীবনের প্রতিটি অন্ধকার ভেঙে,
মানবতার পথে চালান অমলিন দীপের আলো।
শিক্ষার গাছ শুধু বইতে নয়, হৃদয়ে লাগান,
প্রত্যেক ছাত্রের মনে আলোর বীজ বপন করেন তিনি।
জীবনকে কবিতার মতো সাজান, দর্শনকে গান করেন,
লক্ষ্য একটাই—সত্য, জ্ঞান ও প্রেমের পথে চলা অবিরত।
-----------------------------------সূত্র অনলাইন
০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।