শান্তির তারকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শান্তির তারকা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
নামঃ আজমল হুসাইন খান
পিতাঃ মরহুম আলহাজ্ব আবুল হোসেন খান
মাতাঃ মরহুম লুৎফুন্নেছা খান

পৈতৃক ঠিকানা:
গ্রামঃ পাবুর
ইউনিয়নঃ কাপাসিয়া
থানাঃ কাপাসিয়া
জেলাঃ গাজীপুর

শিক্ষা:
-----------------------------
প্রাথমিক শিক্ষাঃ পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
দাখিলঃ ১৯৯৭ ইং, ফরিদগঞ্জ হাসা ফাজিল মাদরাসা
দারুল উলুম মাদানীনগর, চিটাগং রোড, নারায়ণগঞ্জ
তাকমীল (মাস্টার্স)ঃ ২০০২ ইং, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত
উচ্চতর ফিকাহ্ঃ ২০০৪ ইং

পেশা:
-------------------------------
ব্যবসা, ব্যবস্থাপনা পরিচালক,
এস এ ইন্টারন্যাশনাল (ইন্ডেন্টিং এজেন্ট),
৭ কমলদহ রোড, চকবাজার, ঢাকা
খন্ডকালীন শিক্ষক, উচ্চতর ফিকাহ্ গবেষণা বিভাগ, ওয়াশপুর, ঢাকা

********************************************************************
কাপাসিয়ার আলোকিত মুফতি, আজমল হুসাইন খান,
আন্তরিকতার দীপ জ্বালায়, আল্লাহর পথে ধ্যান।
কোরআনের নূর ছড়ায়, শৃঙ্খল ভাঙে অবিচল,
নিয়তির ছায়ায় অন্ধকারও হয় প্রকাশময়।

সুন্নাহর আলোকে আঁকে জীবনের মানচিত্র,
তাওহীদের পথে হাঁটে, মনের ভেতরে বীজ বপন।
ফিকাহ্ শাস্ত্রে সমাধান, জ্ঞান ও প্রজ্ঞার দীপ্তি,
সত্যের সাথে মিলায়, দাওয়াতের নিখুঁত ছায়া।

প্রত্যেক নামাজে মেলায় অন্তর শান্তি,
ধর্মীয় জ্ঞান ছড়ায়, হৃদয় ভরে আশ্বাসে।
সদকাহ ও দয়া তার হাতের মন্ত্র,
মানবতার মাঝে আল্লাহর রহমত বিস্তৃত।

সাবর ও তাকওয়ার আলোয়, অমানবিক ছায়া দূর হয়,
শব্দে শব্দে ছড়ায় ইসলামের দর্শন,
প্রেম ও ন্যায়ের দ্যুতি ছড়ায় চারিপাশে,
যেখানে কোরআন ও হাদিসের নূর জ্বলে চিরন্তন।

কাপাসিয়ার আলোকিত মুফতি আজমল হুসাইন খান,
মানবতার পথপ্রদর্শক, শান্তির প্রদীপ।
জীবন হোক দীনের আলো, বাণী হোক নূরের ছায়া,
হৃদয় ভরে উঠুক তাওহীদ, ঈমান ও বিশ্বাসে।
------------------------------------সূত্র অনলাইন্


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।