চাটুকার যখন নেতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চাটুকার যখন নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
চাটুকার নেতা হাসে ধোঁয়া ঘরে,
চাঁদাবাজির ছায়া ভরেছে শহরে।
পকেট ভর্তি রকমারি মিথ্যা খোঁজ,
জনতার আশা নিঃশব্দে ফেটে রাত্রে।
গলায় ফাঁদ, চোখে ভয় জমেছে,
প্রতিটি মিছিল আজ নীরব হেঁসেছে।
ভিক্ষুকেরা কাঁদে, দুচোখে অন্ধকার,
চাটুকার হাসি বাজে, মিথ্যার তালে।
সন্ত্রাসী দখল রাজপথ জুড়ে বাড়ে,
মানুষের আশা ভাঙে, অগ্নিপথে সাজে।
ঘরে ঘরে আতঙ্ক, বাজারে শূন্যতা,
নির্ভীক জনতা খোঁজে ন্যায়ের প্রান্তে।
প্রতিটি রাজ্য কাঁদে চুপচাপ,
চাটুকার হাত ধরে শক্তি কাঁপাপ।
নির্ভীক কণ্ঠ বাজায় আগ্নিঘণ্টা,
ভয়কে ভেঙে দেয় শৃঙ্খলের দণ্ডাপ।
লুটতরাজ বেড়ে যায় সরকারি করিডোরে,
স্বার্থসিদ্ধির আগুন জ্বলে ভীষণ ডোরে।
ধ্বংসকূপে মিশে গেছে নৈতিকতার রক্ত,
চাটুকার হাসি আজ শুধু বাহ্যিক রূপে।
জনতার অগ্নি বাজায় বজ্রধ্বনি,
অন্যায়ের বিরুদ্ধে গর্জে দিগন্তনী।
চাটুকার নেতা ইতিহাসে নাম লিখবে,
ভয় আর অন্ধকার কখনো স্থায়ী হবে না।
প্রজন্ম জেগে ওঠে, হাতে শক্তি ধরে,
শৃঙ্খল ভাঙে, আগুন জ্বলে সব ধারে।
মিথ্যা মুখে সোনালি ছদ্মবেশ থাকে,
নতুন প্রভাতে বাজে জনতার বাজরে।
হাত ধ্বংস নয়, হাত শক্তি এনে,
অন্যায় ভেঙে যায়, আগুন জ্বলে ভরে।
চাটুকার হাসি ম্লান হবে, নীরব হবে,
বিদ্রোহী চেতনায় বাজবে বজ্রধ্বনি চরে।
------------------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।