ফোন না ধরা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ফোন না ধরা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
ফোন বাজে! কাঁপে দিগন্ত!
ওপারে নীরবতা — অশিষ্টের কণ্ঠ!
এ কি ভদ্রতা? না!
এ তো চরম অভদ্রতা!
শিষ্টাচারের মৃত্যু-ঘণ্টা বাজে অগ্নিসংকেত!

না ধরা ফোন মানে অবজ্ঞার দহন,
সৌজন্যের গায়ে নিক্ষিপ্ত বিষকণ।
বন্ধুত্বের শিকল ভাঙে,
মানবতার মাটি ফাঁটে—
অভদ্রতার বিষধর ছোবল দেয় অনবরত!

বেক না করা মানে সম্মানকে ছিন্ন,
আত্মীয়তায় মেশে রূঢ়তার গিঁট বিন্দু-বিন্দু।
শালীনতার পতাকা ছিঁড়ে যায়,
ভদ্রতার বাতি নিবে যায়—
এ চরম অভদ্রতা! হে সমাজ! করো সতর্ক ঘোষণ!

ওরে, যারা ফোনের সাড়া দেয় না—
তাদের নীরবতা বজ্রের গর্জন-সম,
তাদের আচরণ সভ্যতার কফিনে পেরেক!
শোনো মানবতা! জেগে ওঠো!
শোনো সৌজন্য! শপথ নাও!
এই অভদ্রতার দেয়াল ভাঙতেই হবে আজ!
-------------------------------------------


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।