হিংসা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হিংসা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

হে হিংসা, দূরে থাকো, জ্বালা নয় তোর,
মনের নূর নষ্ট করিস না, বন্ধুত্বের তোড়।

আল্লাহ বলেন কোরআনে, ওরে ভাই শোনো,
“ওলা তাস্তা-উয়ি আলহাসানাহু ওলা সায়্যায়াহু” সত্য তো।

হাদিসে রাসূল বলেন, মুমিন হার মানে না,
“লা ইয়াগলিবুল মুমিনুল হাসিদ” হৃদয় শান্ত সব সময়।

হাসাদ, গইযয, ক্বালবের সূজ জ্বালায়,
বন্ধুত্ব ভাঙে, প্রেমের ছায়া অন্ধকারে লুকায়।

কোরাস (পুনরাবৃত্তি):
হে হিংসা, দূরে থাকো, জ্বালা নয় তোর,
মনের নূর নষ্ট করিস না, বন্ধুত্বের তোড়।

দুশমনি ও কিনে, ক্বালবকে করে তারিক,
নিকি কামনা করো, হাসাদ থামাও, ক্ষতি নেই আরিক।

হিংসা ত্যাগ করলে আল্লাহ রহমত দিবে,
সুকূন আসে অন্তরে, জীবন আলোকিত, উজ্জ্বল হবে।

হিংসা ছেড়ে বোনা প্রেম, বানাও জীবন জান্নাতের স্বাদ,
হৃদয় আলোকিত, মন ভরে আনন্দের বাদ।

হে হিংসা, দূরে থাকো, জ্বালা নয় তোর,
মনের নূর নষ্ট করিস না, বন্ধুত্বের তোড়।
---------------------------------------------------------


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।