কাপাসিয়ার আল-নূর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কাপাসিয়ার আল-নূর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
জন্ম ও পরিবার
-----------------------------
সালাউদ্দিন আইউবী জন্ম ১৯৮০ সালের ২৭ জুন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে।
পিতাঃ মাওলানা মো. সালাহউদ্দিন
মাতাঃ মোসাম্মৎ আসমা খাতুন (ইন্তেকাল: ২০২৫)
শিক্ষা
----------------------
প্রাথমিক শিক্ষা স্থানীয় মাদ্রাসা ও বিদ্যালয়ে।
ইসলামিক শিক্ষা ও সমাজসেবা বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ।
রাজনৈতিক জীবন
-----------------------------
ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে যুক্ত।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্য।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী।
সমাজসেবা
-----------------------------
কাপাসিয়ার মানুষের মধ্যে পরিচিতি ও সেবা।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।
গণসংযোগের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন।
*********************************************
কাপাসিয়ার আল-নূর”
---------------------------------
ওই বেলাশী গ্রামে জন্মিলো নূর,
সালাউদ্দিন হাতে নিয়ে দাওয়াতের সুর।
ইসলামের পথে তিনি চলেন হক-আদল গান,
মাদক, জুলুম দূরে, বাজে শান্তি-প্রাণ।
জনতার দুঃখে পাশে, ইনসাফ প্রিয় সঙ্গী,
হৃদয়ে বাজে আল-হোসনের মধুর ছন্দ।
গণসংযোগে মধুর ছন্দ বাজে বাতাসে নাজক,
কাপাসিয়ার প্রাণে জাগে আশা ও তাসক।
আল্লাহর নামে জ্বলে করুণার দীপ প্রিয়,
সালাউদ্দিন পথচলায় মেলে শান্তি ও মেহেরবানি।
মানবতার খেত্রে তিনি গড়েন আদল-ও-হক,
অন্ধকার দূরে যায়, জ্বলে নূর-ই-তাক।
মাদক, জুলুম, সন্ত্রাস দূরে, বাঁচে প্রাণ শুদ্ধ,
জনতার মুখে হাসি ফুটে, মেলে আশা-মুখুশ।
শান্তি, ভালোবাসা, আলোর সুর অনন্ত,
সালাউদ্দিনের পথে বাজে নূর-ই-হাসান।
গণসংযোগে মধুর সুর বাজে বাতাসে নাজক,
প্রতিটি হৃদয়ে জাগে আশা ও তাসক।
সকলকে ভালোবাসা, তিনি মেহেরবানি বিতরণ,
দুঃখী, অসহায়ের পাশে বাজে আল-হোসন।
হৃদয়ে আলোর দীপ, জ্বলে নূর-ই-মোহাম্মদ,
সালাউদ্দিনের পথচলায় মেলে শান্তি ও প্রণয়।
--------------------------------------------সূত্র অনলাইন।
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।