সমাজ সেবা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সমাজ সেবা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************
হে মুমিন! সমাজ খিদমত ইবাদতের শান,
রহমতে ভরে উঠে জগৎ, জ্বলে ঈমান।
গরীবের চোখের পানি মোছা নামাজ,
এ খিদমতেই লুকায় আল্লাহর ভরসাজ।
মেহেরবানি-সবর-শুক্র আলোয় জ্বলে প্রাণ,
আদল-ও-ইনসাফে আসে জন্নাতের সন্ধান।
দিল যদি হয় দয়ার সাগর, জাগে রহমত,
ফেরেশ্তা ডাকে আসমানে — “সুবহান, বরকত!”
ইত্তেহাদ-ও-ভ্রাতৃত্বে গড়ে ওঠে দীন,
মানবতার বাঁশি বাজে, মিলে যায় দিন।
খিদমতে খাল্ক-ই খোদা খুঁজে নেয় রূহ,
মেহনত-ও-সেবায় খোলে রহমতের দরজাহ্।
হে দোস্ত! সমাজ সেবা নবীর সুন্নাহ,
এখানেই লুকানো নূরের সওগাত, জাহ।
---------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।