তুমি ছাড়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি ছাড়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাটমকাপাসিয়া,গাজীপুর
**********************************************
ওহে প্রেম! তুমি ছাড়া মোরে কেঁদায় দূরী,
হৃদয় মোরে বলে, হায়ে হায়ে! শবব, ব্যথার ঝরী।
চোখের জল মিশে যায়, শামস রোদের আলোতে,
স্মৃতি তুমারি, যারব করে মোরে ব্যথা-ভালোতে।
রাতের নিঃশব্দে, ইশক বাজায় ঘরে ঘরে,
তোমারি সুর শুনে মোর প্রাণ কাঁদে, তরে তরে।
মনের কোণে, ফারিশতে বলে, তুম ছাড়া নেই তৃপ্তি,
বিরহের ব্যথা রাখে মোর জান দখলে অনন্ত গীতি।
তুম ছাড়া দুনিয়া শূন্য, আসমানও নীরব,
প্রেমিকার ছোঁয়া, হায়ে হায়ে! মোর প্রাণের নব।
তুমারি স্মৃতি হিন্দি স্বরে বলে, "প্রীতি বিনা কী জীবন?"
উর্দু মোহে কাঁদে মন, দিল তোমারি যবে নিঃসঙ্গ।
বিরহের অশ্রু বৃষ্টি, ফারসি বাতাসে মিশে যায়,
প্রেমিকার হাসি মোর হৃদয় ছুঁয়ে শূন্যে ভেসে যায়।
রাত্রি নিভৃত, চাঁদের আলো ইশক শোনায়,
মোর হৃদয় কাঁদে, মোর প্রাণ চায়, শুধু তোমায়, তোমায়।
হায়ে মোর! তুমি ছাড়া মোরে নেই শান্তি,
প্রেমিকার চোখে দেখি আহ্ মধুর ব্যথা আঁকি।
মোর অন্তর ব্যথায়, জান খুঁজে পায় তুমারি দিশা,
বিরহের সাগরে, মোর নৌকা ডুবে যায়, তিমির নিশা।
ওহে প্রেম! তুমি ছাড়া মোরে নেই কোনো নবীন আশা,
প্রেমিকার স্বর, সুর মোর হৃদয় ছুঁয়েছে অহর্নিশা।
তুম ছাড়া, দুনিয়া ফিকে, আসমানও শূন্যে,
মোর অন্তরে বাজে শুধু ইশক, শুধু তুমারি ছন্দে।
ওহে প্রেম! মোর জীবন মোর, তুম ছাড়া ব্যর্থ,
তোমারি বিরহে মোর হৃদয় ভাঙে, অশ্রুধারার পার্থ।
-----------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।