যুগ্ম পরিচালক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যুগ্ম পরিচালক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
জীবনবৃত্তান্ত
------------------------------------------

নাম: তানভীর হুসেন (রাসেল)
পিতা: আলতাফ হোসেন (বাচ্চু)
মাতা: তাহমিনা আফরোজ
স্থায়ী ঠিকানা: ঘোষেরকান্দি, আড়ালিয়া, টোক, কাপাসিয়া, গাজীপুর
বর্তমান ঠিকানা: ১, সেগুনবাগিচা, ঢাকা
শিক্ষা:

বিএসসি (অনার্স) ইন ফিশারিজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (২০০৫)

এমএস ইন ফিশারিজ ম্যানেজমেন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (২০০৭)
পেশা: সরকারি সেবা (২০০৯ সাল থেকে)

যুগ্ম পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা
আগ্রহ: মিউজিক, সাহিত্য, ঘুরাঘুরি
**************************************************
যুগ্ম পরিচালক
----------------------------------

দফতরের আলোয় বসে যুগ্ম পরিচালকের মন,
জ্ঞান ও বিচারে ভরে প্রতিটি ক্ষণ।
সমুদ্রের মাছের ছন্দে হৃদয় খোঁজে শান্তি,
প্রকৃতির মাঝে মিলিয়ে নেয় নতুন আঁচি।

সাহিত্য ও সুরের ছোঁয়ায় দিন যায়,
ঘুরাঘুরির পথে নতুন দিগন্ত পায়।
পরিশ্রমের মধ্যে লুকানো থাকে প্রেরণা,
সেবার নীরব হাসিতে খুঁজে মেলে আশা।

জীবন যেন এক সঙ্গীতের নোট,
ক্লান্তি থাকলেও থাকে অনুপ্রেরণার বোট।
প্রতিটি মুহূর্তে মিশে যায় চিন্তা ও আশা,
যুগ্ম পরিচালকের ভেতরে জাগে চিরন্তন ভাষা।
-----------------------------সূত্র অনলাইন।


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।