ফায়ার ফাইটার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ফায়ার ফাইটার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
ব্যক্তিগত তথ্য
-------------------------------
নাম : SM Sanaullah
পিতা : মরহুম আবদুল গনি
মাতা : রহিমা খাতুন
গ্রাম : বাঘিয়া
ডাকঘর : পাক-বাঘিয়া
ইউনিয়ন : তারগাঁও, কাপাসিয়া, গাজীপুর

শিক্ষাজীবন :
--------------------------------

প্রাথমিক শিক্ষা : বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৯২)

মাধ্যমিক : চীনাদুলি বাঘিয়া এম. আর. উচ্চ বিদ্যালয় (১৯৯৮)

উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) : কাপাসিয়া ডিগ্রি কলেজ (২০০০)

স্নাতক (অনার্স) : প্রাণিবিদ্যা, সরকারি সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ, টাঙ্গাইল (২০০৩)

স্নাতকোত্তর : প্রাণিবিদ্যা, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুর (২০০৪)

MSS : ডিজাস্টার ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) (২০১৪)

বর্তমান চাকরি : কর্মকর্তা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা
রক্তের গ্রুপ : O+
মোবাইল : +88 01745-309999
ইমেইল : smsanaullah82@gmail.com
******************************************************************


শিরোনামঃ ফায়ার ফাইটার
--------------------------------------

আগুনের শিখায়ও রাখে সে ইমান,
মানবের খিদমতে বিলায় নিজের জান।

ধোঁয়ার আঁধারে জ্বালে নূরের আলো,
শৌর্যে ভরে তোলে দুঃখীর ভালো।

মসীবতে ঝরে না কোনো অশ্রু বিন্দু,
জনতার রাহে সে দেয় প্রাণ–বন্ধু।

সবর আর হিম্মত তার রূহের সাজ,
বিপদে দাঁড়ায় সে সাহসী মহারাজ।

জীবনের মিশন শুধু খিদমতে খালিস,
তার প্রতিটি নিঃশ্বাসে দোয়ার তালিস।

নফসকে জয় করে চলে সে দাওয়াত,
রক্ষা করে মানুষ, রাখে আমানত।

শহীদানার রাহে তার পদচারণ,
আগুনের সাথে হয় চির সংগ্রাম।

ঝড়–ঝঞ্ঝায়ও সে দেয় আশার নূর,
অগ্নির ভেতর বাজে বীরের সুর।

প্রেম নয় খোদার, খিদমতে ভরপুর,
ফায়ার ফাইটার তাই হয় দুনিয়ার নূর।

তোমার ত্যাগে ভরে যায় মানবতার প্রাণ,
তুমি অগ্নি যোদ্ধা, তুমি দেশের সম্মান।

হিম্মত, সাবর, তাওয়াক্কুল তোমার অঙ্গীকার,
প্রতিটি পদক্ষেপে ঝরে দোয়ার ধার।

হে ফায়ার ফাইটার, ত্যাগে তুমি মহীয়ান,
তোমার নামেই বাজে ইমানের গান।
-----------------------------সূত্র অনলাইন


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।