পাহাড়ের রহমত (গজল)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পাহাড়ের রহমত (গজল)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
ওহে খোদা! পাহাড়ের চূড়ায় ভোরের নূর,
হাওয়া বয়ে আনে ঝর্ণার সুরে মধুর ফুর।
শৃঙ্গ ছোঁয়া মেঘেরা খেলে আসমানে,
নীল হ্রদে প্রতিফলিত চাঁদের আলো, যেন দোস্তানে।
বর্ষার ঝরনা নাচে পাথরের ধারে,
শীতল বর্ষা ভিজায় প্রাণের অন্তরে কাহারে।
পাহাড়ের কাঁধে সূর্যোদয় হয় রক্তিম,
প্রকৃতির বুকে মিশে যায় রহমতের নিগিন্তিম।
পাখির ডাকে ভোরের গান খোঁজে,
ফুলের সুবাসে মায়া মাখে অন্তরের সাজে।
সন্ধ্যার ছায়া এসে লুকায় সব উজ্জ্বল আলো,
তারাদের খেলায় মিলছে আকাশের কালো ফাল্লো।
ঝর্ণার সুরে বাজে হৃদয়ের নীরব সুর,
প্রকৃতির কোলে মিলেছে প্রেমের ফুল-ও-হুর।
চল হে মুমিন! বসে পাহাড়ের বুকে,
মুছে দাও সব ক্লান্তি, খুঁজে নাও জন্নাতের সুখের সুঁকে।
বনভূমির গন্ধে ভরে ওঠে প্রাণের জাহান,
পাহাড়ের হ্রদে মিলছে চিরন্তন পরশের আহান।
হাওয়া বয়ে আনে রহমতের শিহরাত,
ঝর্ণার ঝলকিতে খুঁজে নাও চিরনব প্রেমের বাত।
চাঁদের নীড়ে বসে তারা গায় নিগহীন গান,
মেঘের পরশে মিলছে হৃদয়ের জাদুকরী প্রান।
বর্ষার ছন্দে ঝরনা নাচে নদীর কোলে,
পাহাড়ের কোলে মেলে আনন্দের চিরন্তন ঢোলে।
পাহাড়ের কোলজ্বলে বসে খুঁজে নাও অন্তরের রহমত,
প্রকৃতির কোলে মিলেছে দুনিয়ার সব সুনুরমত।
--------------------------------------------
০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।