পর্ণগ্রাফির কুপ্রভাব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পর্ণগ্রাফির কুপ্রভাব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে যুবক, ওহে যুবতী, ঘুরে আসো হক পথে,
দিল-এ জ্বালো নূর আল্লাহর, অন্ধকার ছাড়ো ভ্রান্তির খেতে।
চঞ্চল চাহনি, মোহের খেলা, হারায় সৎ নৈতিকতা,
হৃদয় অন্ধকারে, বন্ধ হলো ইমানের বাত্তি।
ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারে খুঁজো না বাজি মোহের,
ডিজিটাল আঁধারে হারায় আলোর ছায়া, হয় দিল-এ কষ্টের জোহার।
বন্ধুত্ব-ভ্রাতৃত্ব ভেঙে যায় অনৈতিক খেলায়,
প্রেমের নদী শুকায়, আসে হতাশার মেলা।
ওহে যুবক, ওহে যুবতী, ঘুরে আসো হক পথে,
দিল-এ জ্বালো নূর আল্লাহর, অন্ধকার ছাড়ো ভ্রান্তির খেতে।
সচে রাসতে চল, দিল-এ জ্বালো নূর,
জিন্দেগি হবে আলোকিত, হারাবে ইশক-এর অন্ধকার।
যুবক–যুবতী শিখো, ভ্রান্তি নয় মুক্তির খেলা,
সৎ পথে চলা হোক, আল্লাহর হুকুমের নূরবেলা।
চল আলোর পথে, বন্ধ করো পাপের খেলা,
পর্ণগ্রাফির আঁধারে হারানো জীবন ফিরে পাওয়া মেলা।
ওহে যুবক, ওহে যুবতী, ঘুরে আসো হক পথে,
দিল-এ জ্বালো নূর আল্লাহর, অন্ধকার ছাড়ো ভ্রান্তির খেতে।
জীবন হবে আলোকিত, হৃদয় হবে শান্তিপূর্ণ,
পাপের মোহ দূরে থাকুক, ভালোবাসা হোক পূর্ণ।
আলোর পথে চললে, হবে মুক্তি চিরকাল,
পর্ণগ্রাফির কুপ্রভাব হারাবে, জিন্দেগি হবে আদর্শময়।
ওহে যুবক, ওহে যুবতী, ঘুরে আসো হক পথে,
দিল-এ জ্বালো নূর আল্লাহর, অন্ধকার ছাড়ো ভ্রান্তির খেতে।
-------------------------------------------------
০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।