বিদ্রোহী নেত্রী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিদ্রোহী নেত্রী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************

হে জান্নাতুল ফেরদৌসী — জাতি জানে বিদ্রোহী।
চোখে আগুন, বুকে জ্বলে আজাদি আশা।
পদে পদে বাজে স্বাধীনতার উজ্জ্বল ধ্বজা।
সভাপতি সে, গাজীপুর জেলা মহিলাদল।

নেতৃত্বে তার জাগে নতুন আলোর দল।
সদস্য কেন্দ্রীয়, জাতীয়তাবাদী মহিলা দলের।
যেখানে শক্তি জন্মায় মুক্তির উজ্জ্বল পাল।
আইনজীবি সে, কাপাসিয়ার কৃতি সন্তান।

ন্যায় ও সত্যে অটল থাকে তার ইমান।
ব্রিগেডিয়ার আ.স.ম হান্নান শাহের প্রিয়ভাজন।
শাহ রিয়াজুল হান্নানের সাহসী সহযোদ্ধা সে।
জিয়া আদর্শের সৈনিক, বিদ্রোহী মন তার।

দুর্নীতি চাজাবাজের বিরুদ্ধে দাঁড়ায় অদম্য তন।
স্বৈরাচার, ফ্যাসিবাদের বজ্র হুঙ্কার ভেঙে দেয়।
বিপ্লবী নারী, বীরাঙ্গনা সংগ্রামী অদম্য প্রাণ।
হৃদয়ে জ্বলে দহন, ভাঙে সব অবিচারী।

হে জান্নাতুল ফেরদৌসী — জাতি জানে বিদ্রোহী।
চল পথে, পায়ে শৃঙ্খল নেই তার কখনো।
হৃদয়ে শপথ, মুখে মুক্তির কণ্ঠরায় বাজে।
গাজীপুর থেকে কেন্দ্রীয় কমিটিতে সাহসী রূপ।

আল-হক ও আদালতে সে লড়াই করে।
আজাদি ও ইনসাফে ভরা অটল মন তার।
জিহাদে রণবীর, দফা দুর্বৃত্ত নাশ করে।
শুরশাহী শক্তি, হৃদয়ে আলোকধারা জ্বলে।

হ্যাঁ, সে নারী, হ্যাঁ, সে নেত্রী।
জান্নাতুল ফেরদৌসী – সভাপতি, সদস্য, আইনজীবি।
প্রিয়ভাজন, সহযোদ্ধা, জিয়া আদর্শের সৈনিক।
চুরান্ত বিদ্রোহী রণ তূর্যে রণ বীর্যে!
-------------------------------------------------------


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।