লাশকে ভয় কেন?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
লাশকে ভয় কেন?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************************
হে কান্ডারী কেন ভয় পাও মৃত লাশ?
হে কান্ডারী কেন ভয় পাও মৃত লাশ?
মৃত্যু হাক, কায়াম, কুদরতি হুকুম আছে।
দাফনের মর্যাদা, ফাতওয়া, তাখত, রাজি, রাখো।
মৃত লাশও দাবীদার, দাও ইজ্জত, শান, মান চিরন্তর।
অপরাধ থাকলে বিচার হউক জীবিত, ফয়সলা, নাজিমা।
বীর যদি সে হয়, জননেতা যদি হয়।
রক্ত লাল-সবুজে, মাতৃভূমি পবিত্র, শাহিদ, আবাদ হয়।
কেন রাষ্ট্রের চোখে লাশ ভয়ঙ্কর, নাফসী, জুলম মনে?
ঢেকে রাখো না, ফাজলবেহেশত, খোফ, আতাশ ভয়ে।
মনন্দির স্রষ্টারা, মহাকাব্য লিখেছে কেবল কাগজে।
অমর্যাদা, লুকোচুরি, অশ্রদ্ধা, ফাসাদ, জালিম, সংস্কৃতি কি এই?
হে রাষ্ট্র, হে অন্যায়ী, ভয়কে দেখো, তাখত, আতাশ।
বীরের লাশ দেখলেই হৃদয় কাঁপে, শান, আবেদ।
চিরন্তন রক্ত, চির শাহিদ, আবাদ, জিলাল প্রতীক।
নীরবতা নয়, ইতিহাস মুছো, হে জান, হাকিম, আদাব।
বীর যদি সে হয়, লাশ যদি সে হয়।
মৃত্যুর পরও মর্যাদা হোক অক্ষয়, হে রাষ্ট্র।
লাশকে ভয় নয়, ইজ্জত, মান, শান দাও কবরের।
আমাদের বিদ্রোহ হোক, শান্তির আহ্বান, জিলাল, আবাদ, বীরত্বের ডাক।
হে কান্ডারী কেন ভয় পাও মৃত লাশ?
হে কান্ডারী কেন ভয় পাও মৃত লাশ?
--------------------------------------------------------------
০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।