কোরআনে বিজ্ঞান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কোরআনে বিজ্ঞান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

আলোর ছোঁয়া দিয়ে ভোর জেগে ওঠে,
আসমান মে রোশনি কি লাহরেই বিখরে।
“বিস্তার করেছি আকাশ-ভূমি,” বলে আল্লাহ,
পাহাড় মজবুত, নদী বহতি, জীবন জাগতে হে।

পৃথিবীর কোণে, বীজ বপানের খুশবু,
মাটির কোলে অঙ্কুর ফোটে, জীবন গুনতে গুনতে।
বৃষ্টির জল ধরণীকে মৃদু বোসা দেয়,
ফোটে ফুল, সবুজ হরিয়ালিতে রকস কারতে হে।

মানুষের দেহ, রহস্যময়ী কাঁচের ঘর,
মগজে চিন্তা, দলে মোহব্বতের ধারা।
“নিশ্চয় তোমাদের সৃষ্টিকে জানি,” বলে প্রভু,
হার খলিয়ায়, জীবনের কোড ছুপা হোয়া।

সূর্য-চাঁদ নীরবে পথ দেখায়,
সিতারে গুন কর আসমানে রোশনি কা খেল।
পৃথিবীর কক্ষপথে, সময়ের ধড়কন বাজে,
আলোর আলোয় ভরে, জ্ঞান ও মোহব্বতে।

সমুদ্রের জলে জীবন নাচে নিঃশব্দে,
জীবজন্তু তীরে-অতীরে খুঁজে সুখের পথ।
পাখি আকাশে উড়ে, বাতাসে গান গায়,
সৃষ্টি রহস্যের সাক্ষী, আল্লাহর ইশারা পায়।

আকাশের তারা, রাতের আড়ালে ফোটে,
মহাকাশের রহস্যে, আল্লাহর পরিকল্পনা খোঁটে।
ভূমি ও জল, আকাশ ও মাটি, মিলিয়ে গেয়ে যায়,
প্রকৃতির ছন্দে, স্রষ্টার সুর বাজে হায়!

বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বন, বন থেকে জীবন,
প্রতিটি কোষে রহস্য, কোষে কোষে নিখুঁত নিদর্শন।
বৃষ্টি নামলে মাটিতে, ফুল ফোটে হাসি নিয়ে,
প্রতিটি প্রাণের খুশবু বয়ে যায় বাতাসের সাথে।

এই পৃথিবী, আকাশ, মহাবিশ্ব—সবই সাক্ষী,
নিশ্চয় আল্লাহ, পরিকল্পনার শিল্পী।
বিজ্ঞান ও বিশ্বাসের মিলনে, হৃদয় ভরে উঠে গান,
কোরআনের আলোয় জাগে জ্ঞান, ভরে যায় প্রাণ।
-------------------------------------------------


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।