জনদরদী উপজেলা চেয়ারম্যান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জনদরদী উপজেলা চেয়ারম্যান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*********************************************
ব্যক্তিগত তথ্য ও পরিচিতি
---------------------------------------------------
নাম: আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান
পিতাঃ আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম খান
মাতাঃ নূরজাহান বেগম
গ্রামঃ উত্তর খামের
ইউনিয়নঃ তরগাঁও, কাপাসিয়া
সাবেক দায়িত্ব:
-----------------------------------
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান
গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
পেশাঃ আইনজীবী (অ্যাডভোকেট)
ছাত্রজীবনঃ
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত; গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন
শিক্ষা জীবন
------------------------
প্রাথমিক: উত্তর খামের সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭৬)
মাধ্যমিক: ঈদগাহ উচ্চ বিদ্যালয় (১৯৮২)
উচ্চ মাধ্যমিক: কাপাসিয়া ডিগ্রী কলেজ (১৯৮৪)
স্নাতক: বি.এসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৮৬)
আইন শিক্ষা: এলএল.বি (২০০৬), এলএল.এম (২০০৮), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
উন্নয়ন প্রচেষ্টা ও কার্যক্রম
------------------------------------
২৩১টি গ্রামে উন্নয়ন কার্যক্রম শুরু
সড়ক, পানি সরবরাহ, মসজিদ-মাদ্রাসা, বাজার অবকাঠামো উন্নয়ন
গ্রাম-গ্রাম থেকে আবর্জনা সংগ্রহ করে জৈব সার উৎপাদন
৫৩০টির মতো মসজিদে অনুদান প্রদান
কাপাসিয়াকে একটি স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার
২০১৯ সালে, ঘাগটিয়া চালা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ব্যক্তিত্ব ও দর্শন
-------------------------------
জনসেবায় নিবেদিত, নিরঅহঙ্কারী, সদালাপী, অনলবর্শী বক্তা
দুর্নীতিমুক্ত প্রশাসন
জনগণের পাশে সর্বদা উপস্থিত
চেয়ারম্যান হিসেবে শুধুমাত্র সম্মানী ভাতায় কার্যক্রম চালান, অন্য কোনো আয় নেই
******************************************************************************
জনদরদী উপজেলা চেয়ারম্যান
-------------------------------------------------
কাপাসিয়ার কৃতিসন্তান, জনদরদী আলোকিত!
আমার কাপাসিয়া! তোমার প্রান্তরে বীর বিক্ষিপ্ত।
নিরঅহঙ্কারী, সদালাপী, অনলবর্শী বক্তা,
বিপুল দুর্নীতির আঁধারে কণ্ঠ জ্বালায় জ্বালা।
ঘাগটিয়া চালার বাজারে উঠল নতুন আলো,
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উৎসবে বাজল ধ্বনি।
সেতুর স্বপ্নে উঁকি দিয়ে বললেন বার্তা,
“উন্নয়নের পথে দাঁড়াও, কাপাসিয়া হবে স্বনির্ভর।”
২৩১ গ্রামে বোনা তাঁর মানবতার জাল,
সড়ক, পানি, মসজিদ, বাজার—প্রতিটি প্রান্তে আলো।
জৈব সার উৎপাদন, আবর্জনা শূন্য পথে ফেলে,
মসজিদে অনুদান—৫৩০টি, তাঁর হৃদয়ের স্বাক্ষর।
তিনিই ছাত্রলীগের বীর, রাজনীতির দীপ্তমানচিত্র,
সংসদ সদস্যের বিতর্কেও দাঁড়িয়েছেন অদম্য।
চেয়ারম্যান নন শুধু—মানুষের নিজের প্রাণ,
সম্মানী ভাতায় চলুক বা যেকোনো কাজে অনন্য।
নিরব দৃষ্টি, বিদ্রোহী কণ্ঠ,
“চেয়ারের নয়, চেতনার রাজনীতি—
সে মানুষের জন্য কাজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য।”
বৃদ্ধের চোখে, শিশুর হাসিতে,
নারীর প্রেরণায়, মসজিদের প্রার্থনায়—
একটাই নাম উচ্চারিত প্রতিদিন—
“আমাদের উপজেলা চেয়ারম্যান, আমানত হোসেন খান!”
----------------------------- সূত্র অনলাইন।
০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।