উদিত সূর্যের অস্ত
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উদিত সূর্যের অস্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
জীবন তথ্য
---------------------
প্রাথমিক শিক্ষা: বরাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রোল-০১
১৯৮৬ সালে স্কুল প্রতিযোগিতায় সাতটি ইভেন্টে অংশগ্রহণ, সবই প্রথম স্থান
৫ম শ্রেণীতে টেলেন্টফুল ভিত্তিতে গাজীপুর থেকে তৃতীয় স্থান অর্জন
৫ম শ্রেণীতে সেন্টার পরীক্ষায় দূর্গাপুর ইউনিয়নের সব স্কুল থেকে প্রথম স্থান
রাওনাট আদর্শ উচ্চ বিদ্যালয়, ৬ষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় স্থান
সোনাওরা প্রভাতী সংঘ (হাইলজর) মেধাপরীক্ষায় সারা উপজেলায় তৃতীয় স্থান
এসএসসি: ১৯৯২ খ্রিস্টাব্দ
এইচএসসি: ১৯৯৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশ রেলওয়েতে চাকরি – নিরাপত্তা বাহিনী
পিতার মৃত্যুর কারণে সংসারের হাল ধরতে হয়
জীবন সংগ্রামে ঝাপিয়ে পড়া
দক্ষ সংগঠক
মানবসেবায় নিবেদিত
রাওনাট পেশাজীবি কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি
*********************************************
উদিত সূর্যের অস্ত
-------------------------------
রাওনাট গ্রামের মেধাবী সূর্য উঠল শিশুকালের দিগন্তে,
বরাইদ প্রাথমিক বিদ্যালয়ে জ্বলে কল্পনার অশেষ অঙ্গে।
পঞ্চম শ্রেণীর টেলেন্টে গাজীপুরে তৃতীয় স্থান জিতে,
দূর্গাপুরের সেন্টার পরীক্ষায় প্রথম হয়ে উজ্জ্বল দিশা খুঁজিতে।
পিতা চলে গেলে সংসারের ভার কাঁধে তুলে নিল সে ধনুকের মতো,
জীবনের ঝড়ে ঝাপিয়ে পড়ল, বিদ্রোহী চেতনার অনল আলো।
রেলওয়ের নিরাপত্তায় দায়িত্ব, মানবসেবায় অটল হৃদয়,
দক্ষ সংগঠক, সাহিত্যের প্রেমী, দমনের আগুনে জ্বলে নয়।
সমুদ্রের ঢেউয়ের মতো রণতূর্য্যের শিখা জ্বলে তার অন্তরে,
প্রকৃতির নীরব কণ্ঠে খুঁজে নেয় জীবনের বিদ্রোহী চিত্তে।
বিজ্ঞান ও বণবীর্যের আলো, সাহসিকতার তেজে প্রতিফলিত,
সৃষ্টি ও সাহিত্য একত্রে করে জীবনকে মহাসাগরের অনন্তিত।
সংগ্রামের মধ্যেও প্রেম, সাহিত্যে উজ্জ্বল, সেবায় নিবেদিত,
নিরাপত্তার দায়িত্বে দাঁড়ায়, বিদ্রোহী চেতনায় অটল, অমোঘ, অভেদিত।
রাওনাট গ্রামের মেধাবী সূর্য আজও পুরো জগতে আলো ছড়ায়,
জীবনের প্রতিটি ঝড়ে, বিদ্রোহী চেতনায় শক্তি মেলে, পথ প্রজ্বলায়।
জীবনের তুফানে হার মানেনি, অটল অঙ্গীকারের ধ্বনি,
প্রকৃতির শক্তি সঙ্গে নিয়েছে, বিদ্রোহের সঙ্গী শৃঙ্খল ভাঙনি।
সাহিত্যের প্রেম ও বিজ্ঞান একসাথে জ্বেলে প্রতিদিন,
মেধাবীর সূর্য রাওনাটে, আলোকবর্তিকার মতো জ্বলে উজ্জ্বলিন।
---------------------------------------------------
০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।