আল্লাহর মহিমা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহর মহিমা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
হে আল্লাহ, তুমিই রহমত, দয়াময় করো দুনিয়ায়,
তোমার নামের জ্বালা জাগুক অন্তর, হোক মাহবুবায়।
জীবিত-মৃত সবাই করো করুণা অশেষ,
প্রাণে প্রাণে বাজুক তুমার রাহমত ও কিরামেশ।
তুমি প্রভু, তুমি মহান, রহমতের মালিক,
তোমার করুণায় ভরে উঠুক অন্তর, প্রাণ, চারিদিক।
যাকে জীবিত রাখো, ইসলামের আলোয় ভাসুক,
যাকে মৃত্যু দাও, ইমানের শান্তিতে অন্তর আশুক।
ছোট-বড়, নারী-পুরুষ, সবাই হোক আশীর্বাদে,
তোমার করুণায় কাটুক সব দুঃখ, হোক ফারগানা।
হে আল্লাহ, পথচলা হোক তুমিই দেখাও,
তোমার নিকটস্থ হৃদয় জাগুক, হোক মাহফুজায়।
তুমি এক, তুমি অনন্ত, প্রেম ও ক্ষমার উৎস,
হৃদয়, প্রাণ, দুনিয়া ভরে দাও করুণার ধ্রুব।
তোমার নামের স্মরণে ভরে উঠুক অন্তর, প্রাণ, বায়ু,
তোমার রহমতে মিলুক শান্তি, আশীর্বাদে হোক দুনিয়ার জুড়ে।
-----------------------------------------------------------
০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।