পেশাজীবিদের রাজনীতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পেশাজীবিদের রাজনীতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----********************************
শিক্ষক উঠে কলম হাতে, দলবাজির তাওয়ানে,
শিক্ষার মাঠে নয়, ক্ষমতার খোঁজে মিশন আসে।
গবেষক, বিজ্ঞানী, আলোর রাহবার যারা দাঁড়াত,
আজ কলম বিক্রি, জনস্বপ্ন নিভে যায় রাত।
ডাক্তার, নার্স, স্বাস্থ্যখাতের শাহরায়,
রোগ নিধন নয়, তহরিকের খোরাক খায়।
ফার্মাসিস্ট, নীতি প্রণেতা, স্বাস্থ্য নীতি সাজায়,
কিন্তু জনসেবায় নয়, নিজের ত্রিপ্তি ছড়ায়।
আইনজীবী, বিচারক, ন্যায়ের কায়দা,
দলবাজি খেয়ে কলম হয় বিকৃত, সত্য নিভে রাব্তা।
নীতি-নিয়ম প্রণেতা, কওমের তোরণ,
শাহিদদের স্বপ্ন ভেঙে যায়, হারায় বিজয়রঙ্গ।
ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, সেতু আর শহর গড়ে,
কিন্তু দলবাজির লোভে জনকল্যাণ হারায় তোরণ ধরে।
তথ্য–প্রযুক্তি দিয়ে গণতন্ত্রে আলো জ্বলে না,
দুষ্টশক্তি বড় হয়, ইস্তিকলালের আলো লুকায়।
সাংবাদিক, প্রতিবেদক, কণ্ঠে তহরিক,
কিন্তু কলম বিকৃত, সংবাদ হয় পক্ষপাতির শিক।
মিডিয়ার বাতাসে বাজে দুষ্টরাজ্যের বাজম,
শাহিনের মতো উড়ে স্বপ্ন, নৈতিকতা নিভে আসে বান।
ব্যবসায়ী, উদ্যোক্তা, অর্থনীতি সাজায়,
কিন্তু লোভ–স্বার্থে জনসেবা রুগ্ন হয়, জনগণ পিছনে যায়।
শোষণ–বঞ্চনায় চোখে তেজ, সতর্ক মন হারায়,
ইস্তিকলালের স্বপ্ন কুয়াশার আঁধারে ডুবে যায়।
সমাজকর্মী, এনজিও, জনসংযোগের বাতাস,
দুর্নীতি, অন্যায়, দারিদ্র্য খাওয়া যায় দমবন্ধ্যাস।
পরিবেশ, স্বাস্থ্য, মানুষের কল্যাণে কাজ হারায়,
শাহিনের মতো উড়ে স্বপ্ন, দলবাজির ছায়ায় নেমে আসে।
শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতির তোরণ,
কিন্তু ক্ষমতার ছায়ায় সেবা হয় রুগ্ন, কাব্য নিভে যায় অরণ।
নাট্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, কলমে শিল্পের গান,
আজ দলবাজি–স্বার্থে ভেঙে যায় মানবতার প্রাণ।
সরকারি কর্মকর্তা, নীতি প্রণেতা, প্রশাসন-শক্তি,
দলবাজি ধাক্কায় বাজে জনস্বপ্নের ধ্বনি।
ক্ষমতার লোভে পেশার মর্যাদা নষ্ট হয়,
জনসেবা ব্যর্থ হয়, স্বপ্ন ও সত্য নিভে যায়।
দলবাজি, লোভ, প্রতিপক্ষের নিগ্রহ, বিভাজন–
সব মিলিয়ে আজ পেশাজীবির রাজনীতি রুগ্ন।
ইনকিলাব নয়, আজাদি হারায়,
সত্য নিভে মেলে, কওমের আশা জলে ডুবে যায়।
-------------------------------------------------------
১৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।