সাংবাদিক ও লেখক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সাংবাদিক ও লেখক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
তথ্যভিত্তিক পরিচয়
-----------------------------
জন্ম ও পরিবার:

-----------------------------

জন্ম: ১৯৭৬ সালের ১ জানুয়ারি

স্থান: কোটবাজালিয়া, কাপাসিয়া, গাজীপুর

পরিবার: ঐতিহ্যবাহী খান পরিবার

পিতা: আলহাজ্ব শামসুদ্দিন খান

মাতা: সাহিদা খানম

সন্তানসংখ্যা: ৮ ভাইবোনের মধ্যে তৃতীয়

শিক্ষা:

----------------------------

প্রাথমিক শিক্ষা: আলিয়া মাদ্রাসা

দাখিল ও আলিম: কাপাসিয়া সদর আলিম মাদ্রাসা

ফাজিল: রাউতকোনা ফাজিল মাদ্রাসা

ডিগ্রি: কাজী আজিম উদ্দীন কলেজ, জয়দেবপুর, গাজীপুর

সাহিত্য ও সাংবাদিকতা:

-----------------------------------

লেখা ও পড়ার আগ্রহ: জীবনের শুরু থেকেই

রচনা: কবিতা, গল্প, উপন্যাস, নিবন্ধ

প্রকাশিত গ্রন্থ:
১. ইতিহাস ঐতিহ্য কাপাসিয়া -১
২. গাজীপুর ডাইরেক্টরি (৫০০ পৃষ্ঠা, ৩ সংস্করণ)
৩. বাংলাদেশ ট্যুরিস্ট ডাইরেক্টরি (৫০০ পৃষ্ঠা)

সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয়:

বাংলাদেশ ট্যুরিস্ট বার্তা (সম্পাদক)

দৈনিক বাংলা ভূমি পত্রিকা (সহ-সম্পাদক)

পদবী ও সংস্থা:

সভাপতি: গাজীপুর মহানগর প্রেসক্লাব

চেয়ারম্যান: বাংলাদেশ টুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

রাজনৈতিক জীবন:

----------------------------------

ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলা ও কলেজ শাখার সভাপতি

জামায়াতে ইসলামী:

সাবেক রুকন

সাবেক সেক্রেটারি, মান্ডা ইউনিয়ন ও বাড়িয়া ইউনিয়ন

সাবেক আমীর, ভাওয়াল চাঁদপুর ইউনিয়ন, কাপাসিয়া

সাবেক মজলিসে সূরার সদস্য, উপজেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক

নির্বাচনী ও রাজনৈতিক কারণে জেলাভোগ

বর্তমান অবদান:

----------------------------

আমার বাংলাদেশ পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (পদত্যাগ)

জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-৪, কাপাসিয়া জাতীয় সংসদ প্রার্থীর সমর্থক

কোটবাজালিয়া আদর্শ যুব কল্যাণ সংঘের বর্তমান সভাপতি (প্রতিষ্ঠা: ১৯৭৭, গভ: রেজি: ঢ০-১৩২১)

কোটবাজালিয়া আশরাফুল মাদরাসার প্রধান উপদেষ্টা

কোটবাজালিয়া পূর্বপাড়া তাকওয়া জামে মসজিদের সভাপতি

***************************************************************

সাংবাদিক ও লেখক
------------------------------------------------
চির অদম্য, চির জ্বলন্ত!
কাপাসিয়ার গর্ব, তারুণ্যের মশাল, বিজয়ের অগ্রসৈনিক,
এম. আমজাদ খান চির-উন্নত মম শির!
শিশুবেলা থেকে কলম তাঁর তীর,
শব্দের অগ্নি জ্বলে ন্যায়বিচারের আকাশে।

কলমে আগুন, চেতনায় ঝড়!
আলিম-ফাজিলের দীপ জ্বলে মেধার মঞ্চে,
ডিগ্রি অর্জন, কলমকে অস্ত্র করেছেন এম. আমজাদ খান।
দৈনিক, সাপ্তাহিক, মাসিক—প্রকাশিত রচনা,
ফুটে ওঠে বিদ্রোহী আলোর ঝাঁঝালো ঢেউ।

সত্যের পথে অটল হউ!
ইতিহাসে লিখলেন নিজের হাতের ছাপ,
কাপাসিয়ার কীর্তি, গাজীপুরের অহংকার—এম. আমজাদ খানের অগ্নিধারা।
ডাইরেক্টরি, ট্যুরিস্ট বার্তা, গ্রন্থে প্রকাশিত,
দেশপ্রেম ও ন্যায়বিচারের বজ্রগর্জন প্রতিধ্বনি।

বিজয়ের অগ্রদূত তিনি!
ছাত্র রাজনীতির অমোঘ, অদম্য, অপ্রতিরোধ্য যোদ্ধা,
শিবিরের পতাকা হাতে ঝড় তুললেন এম. আমজাদ খান।
জেল-কারা, কারানির্যাতের অন্ধকার,
হৃদয়ে অটল দীপ, চোখে বিদ্রোহী জ্বালা।

অবিচল, অপ্রতিরোধ্য, অমিত শক্তি!
জামায়াতে ইসলামী ও ইউনিয়ন পরিষদে—
সেক্রেটারি, আমীর, রুকন—সত্যের দমক!
সত্যের লড়াই, সংগ্রামে অদম্য মন,
কারানির্যাতে জ্বলল বিদ্রোহী চেতনা এম. আমজাদ খানের।

অগ্নি, বাণী, বিদ্রোহ!
বর্তমান সমাজে পথপ্রদর্শক, অগ্রগামী, অটল,
পদত্যাগের প্রজ্ঞা, সত্যের শপথ—এম. আমজাদ খান।
জাতীয় সংসদ প্রার্থীর সমর্থক,
যুবকল্যাণ সংঘের সভাপতি, মাদরাসা ও মসজিদের প্রেরক।

চির অদম্য অগ্নিসৈনিক!
সাংবাদিক, লেখক, সমাজ সংস্কারক, বিপ্লবী নেতা,
কলম ও মঞ্চে চূড়ান্ত বিদ্রোহী—এম. আমজাদ খান।
প্রতিবেদন, রচনা, কলমের ঝাঁঝালো আঘাত,
প্রতিটি পদক্ষেপে আলোর বাণী, অগ্নিধারা।

অবিস্মরণীয়, অপ্রতিরোধ্য!
কাপাসিয়ার গর্ব, তারুণ্যের মশাল, বিজয়ের অগ্রসৈনিক,
নজরুলীয় বিদ্রোহে চলুক অদম্য পথ—এম. আমজাদ খানের রাস্তায়।
ইসলামের মূল্যবোধে সমাজ গড়ে তুলতে,
প্রত্যেকটি রচনা হোক অগ্নিধ্বনি, বিদ্রোহের বার্তা।

চির অটল, চির শক্তিশালী!
এম. আমজাদ খান—চূড়ান্ত বিদ্রোহী, সত্যের অগ্নিসৈনিক,
সংঘর্ষে অটল, কলম ও কণ্ঠে আগুন,
কারানির্যাতের তীব্রতায় দৃঢ় মন,
সত্যের শপথে চলুক বিদ্রোহের পথে অনন্ত!

অদম্য, জ্বলন্ত, অগ্নিধারার প্রেরক!
তিনি চিরদূর্দম, তিনি অদম্য, তিনি ঝঞ্ঝা,
তিনি কলমের তীর, তিনি শব্দের অগ্নি,
তিনি পথপ্রদর্শক, তিনি বিজয়ের অগ্রসৈনিক,
তিনি এম. আমজাদ খান, তিনি চির বিদ্রোহী!

--------------------------------------------------------- সূত্র ব্যাক্তি নিজ।


২৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।