প্রজ্ঞার দীপশিখা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রজ্ঞার দীপশিখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মেল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
ব্যক্তিগত তথ্য
----------------------------------
নাম: Aslima Khatun
পিতার নাম: Mofiz Uddin
মাতার নাম: Shamsunnahar
গ্রাম: Sharaspur
ডাকঘর: Khamer
থানা: Kapasia
জেলা: Gazipur
শিক্ষা:
SSC: Idgah High School
HSC: Dhaka Board
MPhil: Dhaka University
কর্মজীবন:
-----------------------------
পদবী: Assistant Professor
বিভাগ: Community Nutrition Department
সংস্থা: Bangladesh University of Health Sciences (BUHS)
অধ্যয়ন:
Ph.D. Student: National Cheng Kung University (NCKU), Taiwan
**************************************************
প্রজ্ঞার দীপশিখা
--------------------------------
উজলি ঠৌদিক এবে জ্ঞান-রশ্মি কিরণে,
Aslima Khatun-র পদচারণায় করি আমরা পা।
দাঁড়াইলা, অধ্যয়ন-ডোরে বাঁধা প্রাণে,
হিড়িম্বা; সুবর্ণ-কান্তি মেধার মাধুরী
কিরাতের ফাঁদে যেন! ধাইল শিকড়-কানে
জ্ঞানোদয়ে অন্ধ অলি, আনন্দে গুঞ্জরি,—
গাইল জ্ঞানের স্রোতায় শাখার উপরি
মধুমাখা মেধার গীত নিকুঞ্জ-বনে।
সহসা নড়িল গবেষণার বন ঘোর মড়মড়ে,
মেধা-মত্ত হাতে বই-গদা ঘুরায়ে নির্ঘোষে,
পড়িল সঙ্কল্পের লতা-কুলে ভাঙি অজ্ঞতা রড়ে,
পশিল Aslima-r অধ্যয়নের রক্ষঃ—-জ্ঞান ভগ্নী-দোষে।
শারস্পুরের মাটিতে শিকড় গেঁথে,
বালির দানা-সুলভ স্বপ্ন বোনা যাই।
মায়ের মমতা, পিতার প্রেরণা সঙ্গে,
জ্ঞান ও প্রজ্ঞার পথে পা বাড়াই।
পাঠশালার আলোয় বোনা কল্পনার ডানা,
শিখেছি জীবন, জ্ঞান আর প্রজ্ঞার মানা।
শারস্পুর থেকে বিশ্বমঞ্চে ছড়ায় আশা,
মেধা, ধৈর্য আর প্রেরণায় জ্বলে স্রোত ধারা।
----------------------------------------------
২৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।