দেনমোহর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দেনমোহর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
দেনমোহর হোক সত্য, হৃদয় জ্বলো উজ্জ্বল।
হৃদয় জাগুক ন্যায়, নারী-পুরুষ সমান সকল।
দাও প্রেম, দাও ন্যায়, দাও সত্যের আলো।
ভালোবাসা জাগুক সকল, হোক আলোর আলো।
বিবাহ নয় খেলনা, নয় ধন-সম্পদের খেলা।
প্রেম হোক মুক্ত, বিশ্বাস হোক নির্ভুল খেলা।
হৃদয়ের আলোয় জ্বলো, সংসারের পথ দীপধারা।
ভালোবাসা জাগাও, দাও দাসের মর্যাদা খারা।
যে স্বচ্ছহৃদয়ে দেবে দেনমোহর, আল্লাহর আলো জ্বলে।
অন্ধকার দূরে হোক, ন্যায়বলে উঠুক জীবন উজলে।
নিশ্চল নয় বন্ধন, নয় হিমশীতল ধারা।
প্রেম, সম্মান, ন্যায়—মিলাও একত্রে, হৃদয় খারা।
দেনমোহর হোক চিরন্তন, হোক আলোর ঝর্ণা।
দাও প্রেম, দাও ন্যায়, দাও সততা, হোক তরানা।
হৃদয় জাগো! সংসার জাগো! আল্লাহর পথে এগোও।
দাও সম্মান, দাও ভালোবাসা, দাও ন্যায়, হোক ভলো।
দেনমোহর হোক পবিত্র, হৃদয়ে হোক সত্যের দীপ।
দেনমোহর হোক চিরন্তন, আল্লাহর দৃষ্টিতে পূর্ণ দীপ।
দাও! দাও! দাও! দাও! দাও! দাও!
হে মানব! হে নবীন! হে যুবক! হে তরুণ!
প্রেম হোক মুক্ত, বিশ্বাস হোক দৃঢ় অটল।
সততার পথে চলো, ন্যায়বলে চলুক জীবন চমৎকাল।
নারী-পুরুষ সমান, সমাজে হোক মর্যাদা সমান।
দেনমোহর হোক প্রতীক, হৃদয়ে হোক সততার মান।
অন্ধকার দূরে হোক, আলোর দীপ জ্বলে চিরন্তন।
ভালোবাসা জাগুক, ন্যায়বলে হোক হৃদয় উজ্জ্বল অনন্ত।
দাও প্রেম! দাও ন্যায়! দাও সততা, দাও সম্মান!
দেনমোহর হোক পবিত্র, হোক আল্লাহর পথে সান্নিধান।
-------------------------------------------
০৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।