কলমের যাত্রা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমের যাত্রা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
ইব্রাহিম খলিল জুয়েল
লেখক, ঔপন্যাসিক ও সাংবাদিক
জন্ম: টোকে ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা, গাজীপুর।
শিক্ষা:
এসএসসি: টোকে রণেন্দ্রা উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর (১৯৮৯)
এইচএসসি: ঢাকা কলেজ, ঢাকা (১৯৯১)
বিএ (অনার্স) ফাইন্যান্স: ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯৪, পাশ ১৯৯৬)
এমকম ফাইন্যান্স: ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯৫, পাশ ১৯৯৭)
কর্মজীবন:
সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়ে ১৯৯৮ সালে দৈনিক ভোরের কাগজ-এ সাব-এডিটর হিসেবে যোগদান।
পরে পদোন্নতি পেয়ে নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন।
বর্তমানে “দ্য ডেইলি ইন্ডাস্ট্রি” (জাতীয় ইংরেজি আর্থিক দৈনিক) এবং সরকার অনুমোদিত অনলাইন সংবাদপোর্টাল “সুখবার বাংলা”-এ নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত।
সাহিত্যকর্ম:
বহু উপন্যাসের রচয়িতা।
জনপ্রিয় প্রকাশিত উপন্যাস:
১. চেনা মুখ অচেনা মানুষ
২. খুঁজে ফিরি
৩. নিশি
আরও ৫টি উপন্যাস প্রকাশের অপেক্ষায়।
পুরস্কার:
বাংলাদেশ রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড-২০২১ — বাংলা উপন্যাসে সৃজনশীল অবদানের জন্য।
অন্যান্য কর্মকাণ্ড:
রিসোর্স পারসন হিসেবে যুক্ত আছেন জন হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস, USA-এর বাংলাদেশ প্রশিক্ষণ প্রোগ্রামে।
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা-এর স্থায়ী সদস্য।
----------------------------------------------
কলমের যাত্রা
-----------------------------------------
কাপাসিয়ার কৃতিসন্তান, কলম হাতে আজ দিগন্তে,
হাওয়ার দুলে ভেসে এল খ্বাব-এর আলো ঝলমলন্তে।
প্রকৃতির বুকে জ্বলে ওঠে আহ্লাদের সুর,
প্রেমের মহব্বতে ভরে ওঠে হৃদয়ের ভোরপুর।
শব্দেরা কাঁপে কাগজে, নৃত্যের ছন্দে মিলায় জীবন,
অচেনা মানুষ, চেনা মুখে জ্বলে তৃষ্ণার দীপন।
সাংবাদিকের চোখে দুনিয়ার ছবি অজানা,
কলমের স্পর্শে জাগে আজাদি-এর অনন্য বানী।
বৈজ্ঞানিক চিন্তায় খুঁজে পাই জ্ঞান ও বুদ্ধি,
মানবতার আলোয় জ্বলে ওঠে কলমের রোশনি।
প্রকৃতি, প্রেম, দেশপ্রেম সব মিলিয়ে একত্রিত,
লিখে যায় কলম, সত্যের খিলওয়াত অমরিত।
হায়! রোমান্টিক রোদ, নীরব বৃষ্টির ছোঁয়ায়,
শব্দেরা কাঁদে, হাসে, ঝরে, জাগায় হৃদয়ের আয়ায়।
কলমের যাত্রা থামে না, থেমে থাকে না কখনো,
প্রতি নতুন পাতায় জন্মায় জিন্দেগি-র আলোঝলক।
চেনা মুখ, অচেনা মানুষ—সবই লেখা কলমের বীণায়,
ভালোবাসার বার্তা ছড়ায় মহব্বতের সুরধনায়।
সাংবাদিকতার দৃষ্টিতে জ্বলে সত্যের দীপ,
কাপাসিয়ার কৃতিসন্তান, গড়ে উঠে নতুন দীপপিপ।
-----------------------------------------------------
১০-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।