বন্ধুর চুল সাদা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বন্ধুর চুল সাদা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
অবুঝ শিশুর খেলে-গেলে দিন,
হাসি ভরা চোখে জীবন ছিল মধুর রিন।
শৈশবের বালুকা মাঠে পাখি গান গায়,
বন্ধু মাহমুদ হাসান আরিফ সেখানে স্বপ্ন বুনে যায়।
কৌশরের বেলা এসেছে হঠাৎ,
মন ভরলো চিন্তা, স্বপ্ন হলো কঠিন।
যুবকের যৌবন উজ্জ্বল, দীপ্তি চোখে জ্বলে,
স্বপ্নের আকাশে হাত বাড়িয়ে সে উড়তে চায়, মুক্তি খোঁজে।
বৃদ্ধ বয়সে ধীরে ধীরে চুল হলো সাদা,
চামড়া কুচকো, শক্তি চলে দূরে কাদা।
যৌবনের উদ্দীপনা আজ অতীতের গান,
দুর্বল হয়ে গেছে দেহ, কিন্তু হৃদয় রয়ে গেছে মান।
জীবন অবসানে সে দাঁড়ায় একা নয়,
প্রভুর স্মরণে হৃদয় ভরে পূর্ণ ত্রয়।
মৃত্যু তো একটি পথ, শিক্ষা হয়ে যায়,
ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন রঙিন হয় আবার নতুন ঢঙে সাজায়।
আল্লাহ যেন বন্ধুকে দীর্ঘ হায়াৎ দান করেন,
প্রভুর পথে চলা, সকল বন্ধুর মন ভরে আনন্দে।
বন্ধুর চুল সাদা, কিন্তু হৃদয় তরুণ,
জীবনের প্রতিটি ধাপ যেন হোক আলোর দূরন্ত স্রোতগুণ।
----------------------------------------------
১২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।