নীল মানুষ
- সবুজ আহমেদ কক্স - সবুজ পান্ডুলিপি - ০১ ২০-০৫-২০২৪

নীল মানুষ
সবুজ আহমেদ

এক বুক ব্যথা আমার কষ্টে হয়েছি নীল
বেদনার নীলে নীলে আমিও নীল মানুষ একজন
হৃদয় তদন্ত করে দেখো শরীরের সব রক্ত নীল
মীনক্ষি, হৃদয়-অপ্সরা নীলাঞ্জনাকে ভালোবেসে পেয়েছি প্রতিদান
দক্ষিণ বঙ্গে সমুদ্র তীরে দাড়িঁয়ে অহর্ণিশ দেখি নীলজল
ফেরা হয়না পূব ঠিকানায় পুড়েঁ হয়েছে সব ছাই
বেদনায় জ্বলে পুড়েঁ এখন আরো নীল চাই
দু’চোখে অন্ত নেই গলে গলে পড়ে নোনাজল .. ..

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।