ছড়াছড়ি
- শঙ্কর দেবনাথ - দুধমাখা ভাত ১৮-০৫-২০২৪

ছড়া খায় গড়াগড়ি
শিশুদের মুখে,
ছড়ি শুধু খোঁচা মারে
ধাড়িদের বুকে।

কাতুকুতু দিয়ে ছড়া
হাসি দেয় ছেড়ে,
ছড়ি দেয় মিথ্যের
ভিতটাকে নেড়ে।

ছড়া আর ছড়ি মিলে
কড়াকড়ি চালে,
শিশু গড়ে - ডিস্যু মারে
বুড়োদের গালে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
১৩-০২-২০১৫ ১৭:৪৪ মিঃ

darun tu @@