অন্তরিত অনুরণন-১
- সুকন্যা তিশা - অনুকাব্য ২০-০৫-২০২৪

ওই অবুঝ পাখি একলা নিড়ে যেমন করে লুকায়,
ওই সঙ্গীহীন মাছ জলের পানে যেভাবে ছুটে বেড়ায় ,
না পেলে তোমায় , থাকিতাম জলে কিংবা ডাঙ্গায়
তেমন করেই একা , এর চেয়ে কি আর বেশি চাও বোকা ?
(১৯.০১.১৫)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।