নষ্ট ঘেঁসা কাব্য বলো
- দ্বীপ সরকার

এই তুমি
অতঃপর আমি
তারপর নির্জন ভূমি
ভেঙ্গে লজ্জা ও পাগলামি
ঈষৎ ঈষৎ নষ্টামি
আদর ও চুমি
নেকামি?
না!
আর না!
দেখবে তো ললনা
সন্ধ্যাদের উৎসুক বিড়ম্বনা
চুপিসারে এসোনা!
নাকি ছলনা!
জানিনা।
চলো
কি যে হলো!
নষ্ট ঘেঁসা কাব্য বলো
নজরুলের গান  অথবা সলো
জীবন এখানেই ভুলো
স্মৃতি টলোমলো
পাবোলো


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।