ডেকে যায় ইন্দো মালয়
- শামীম এএ কবীর - পৃথিবীর বিশ্রী সব কবিতা-২ ২১-০৫-২০২৪

Friends the most struggle full life of the tribes of Rain forest in Indonesia and Malaysia, This poem consists their struggle full livelihood --
পেরাক, লেংগং, সুমাত্রা, জাভা, জেগে ওঠো
ঘণ ছায়া, জেগে ওঠো ইন্দো মালয়,
প্রাগৌতিহাসিক এই সূর্য্য ওঠার আগেই
ডাক দেয় জেগে তোলে ক্ষুধা
বেড় হও বনে চলো,
অনেক বড় হা নিয়ে
তাকিয়ে আছে গোত্রের ক্ষুধা মুখ

গোটা ইন্দো মালয় ডেকে যায়,
বেড় হও, জেগে ওঠ
চিৎকার করে, নাম ধরে ধরে
উকিত, দুসান, ওরাং, অ্যাসলি, রাওয়া
তেমুয়ান, কেলাবিত, নেগ্রিটস জেগে ওঠ
বেড়িয়ে পড়ো, পুরো সারাওয়াক পেনাং বোণিও
অরণ্যের পথে পথে

গভীর ক্রান্তীয় এ বন,
পথ যতটা এগোয়
বিপদ ও এগিয়ে আসে, হাতের কাছেই, ইঞ্চি সামনেই
সুমাত্রা, জাভা, ডাকে শুধু -ক্রান্তীয় বৃষ্টি বনে
এক পা বাড়াও তো বিপদের বোঝা, ঘাড়ে নিয়ে,
অন্ধকার নেমে এলে
শিকারের খোজে ঘুরে শেষে
শিকারের পেটে হয়ে হাওয়া

সারা দিন হেটে হেটে ক্লান্ত আজিজ, খুদরি
সম্প্রদায় “জাহাই” পুরো দায়, মাথায়,
ঘাড়ে নৃগোষ্ঠীর ৮টি পরিবারের দায়িত্ব,
৩০টি হা মুখ, নেতৃত্বে চার হাত,
আবডাল, মগডাল পাহাড়, পাথার, খুজে

জুটেনি একটি ও শিকার, সারাদিন
হয়তো খানিক পরে, সূর্য ডুবে যাবে,
তাই যদি হয় তবে, খালি হাতে ফেরা,
আজিজ, খুদরি -আৎকে উঠে
চেয়ে আছে হা হয়ে ৩০টি ক্ষুধা মুখ

বলি,কতোবার খাও তুমি?
শুন তবে অবাক হয়ে, এটা জাহাই
নৃগোষ্ঠীর দিবেসের একমাত্রই আহার,
সারাদিন রোজার শেষে
এই ক্ষুধা মুখ শুধু হা চেয়ে থাকে
পৃথিবীতে ১০০০ কি ১২০০ ওরা টিকে আছে

কখন ফিরবে আজিজ, খুদরি
সব শেষে পেয়ে গেলো ২টি শিকার, (বানর)
আজকের রেসিপি
৮টি টুকরো যাবে ৮ পরিবারে,
রান্না হবে কি? বার বি কিউ, ঝলসানো

জীবন যুদ্ধ নিয়ে, দিন আসে, রাত আসে
ইন্দো মালয়ে ত্রিভূজ অরণ্য ঘুরে ঘুরে
রাতের অন্ধকার শেষে, চিৎকার দেয় শুধু
ডাক দেয় জেগে তোলে ক্ষুধা
বের হও, বের হও বনে চলো,
অথচ পৃথিবীর অন্য প্রান্তে তখনো প্রানবন্ত আলো -
------------ ০৭/১১/২০১৪

Attachment:
• Ukit people
The Ukit is a tribe found in Sarawak , Malaysia . ... Heavy losses in war to stronger Dayak tribes in Borneo (Iban , Kayan and others) ...
• Dusun people
collective name of a tribe or ethnic and linguistic group in the Malaysia n state of ... or tribes each speaking a slightly different dialect ...
• Temuan people
The Temuans are one of indigenous peoples of Malaysia . ... Like other indigenous tribes in Malaysia, most Temuans live in poverty. ...
• Kelabit
Kelabit people , an indigenous tribe in the interior of Sarawak, Malaysia. Kelabit language , the language of the Kelabit people ...
• Lenggong (section Prehistoric Malaysia)
Lenggong is a town in Perak , Malaysia. It is situated about 75 km north of ... The Negritos are one of the aboriginal tribes of Malaysia.
• Carey Island
Carey Island or Pulau Carey is an island in Selangor , Malaysia . ... Meri (max mri | pron), one of the aborigine Orang Asli tribes of Malaysia. ...
• Rawa (tribe)
Rawa or Rao is a term given to a Minangkabau community living in the Malay Peninsula , now the West Malaysia. It is common for the Rawa ...
• Harrison Ngau Laing
Harrison Ngau Laing is a Malaysian environmentalist and politician, a member of the Dayak Kayan tribe. deforestation of the Sarawak region.
• Myeik, Burma
The island people, the Moken (Salone), are famous as the "Sea Gypsies" and are said to be related to island tribes from Malaysia . ...
• Multiculturalism (section Malaysia)
Such as clashes between native Dayak tribes against Madurese ... Other native tribes of Peninsular Malaysia , such as the Orang Asli and ...
• Orang Kanaq language
Orang Kanaq, which is one of the 19 Orang Asli groups living in Peninsular Malaysia. ... Out of the 147,412 Orang Asli from 18 tribes in • Survivor: Borneo
It was set in the South China Sea on the remote Malaysia n island ... The sixteen contestants were initially separated into two tribes, named ...
• Demographics of Malaysia (redirect from Malaysian)
The demographics of Malaysia are represented by the multiple ethnic groups that ... The indigenous tribes are the oldest inhabitants of ...
• Kadazan-Dusun
term assigned to the unification of the classification of two indigenous tribes in Sabah , Malaysia —the ethnic groups Kadazan and Dusun . ...
• Orang Asli (section Negritos of Peninsular Malaysia)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।