হ্যাবলা মিয়ার ইন্টারভিউ
- শহীদুল ইসলাম প্রামানিক ২০-০৫-২০২৪

শহীদুল ইসলাম প্রামানিক

হ্যাবলা মিয়া চাকরী খোঁজে
ইন্টার ভিউয়ের বোর্ডে
ক্যাবলা মিয়া ছিলেন বসা
সব জান্তার মোডে।

প্রথম প্রশ্ন করেই ক্যাবলা
হ্যাবলার পানে চায়
কোন প্রশ্নটা দিয়ে তাকে
আটকে রাখা যায়।

‘তিনে তিনে তের হলে
তিন তেরোতে কত’?
হ্যাবলা বলে, ‘হবে হয়তো
তিরানব্বইয়ের মতো’।

‘মতিঝিলের রাস্তা দিয়ে
জাহাজ চলে কত’?
‘সদর ঘাটের নদীর জলে
টেক্সি চলে যত’।

‘বাজ পাখিরা পানির নীচে
কেমন করে উড়ে’?
‘তিমি মাছরা আকাশ পথে
যেমন করে ঘুরে’।

‘সাগর জলে গরু ছাগলে
কেমনে দৌড়ে যায়’?
‘পানির মাছ ডাঙ্গায় এসে
যেমনে আছাড় খায়’।

‘পুকুর জলে লাউ গাছেতে
কেমন ঝিঙা ধরে’?
‘চৈতী রোদে শুখনা মাঠে
যেমন শেওলা পরে’।

‘কোন কারণে ব্যাঙের সর্দি
আষাঢ় মাসের জলে’?
‘যেই কারণে শুকনা কালে
থাকে মাটির তলে’।

যেমন প্রশ্নের তেমন উত্তর
সবাই খুশি শুনে
ভাইভা বোর্ডে নাম্বার দিল
উল্টা-পাল্টা গুনে।

নাম্বার দেখে হ্যাবলা বলে,
চাকরীটা কি হবে?
ক্যাবলা বলে, আজই নিয়োগ,
বিনা বেতনে তবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।