সকাল ও রোদ
- কুয়াশা ১৭-০৫-২০২৪

সকালটা আজ দুষ্টু ভারি
খেলছে লুকোচুরি|
মান হয়েছে রোদের ওপর
তাই করেছে আড়ি|

রোদের খেলাও বেশ চলেছে
খুঁজছে চারিধার---
ভাবছে--'সকাল' লুকিয়ে থেকেই
পেয়ে যাবে পার?

ছাড়ব না তো আজকে তাকে
এতো কিসের মান?
কথায় কথায় লুকিয়ে পড়া
এ কেমন অভিমান?

রূপের দেমাক খুব বেড়েছে
এতই অহংকার!!!!
বলে কি না তার রূপেতেই
মুগ্ধতা সবার!

প্রতিবাদ যেই করতে গেলাম
ওমনি হল মান--
লুকিয়ে এখন আছে বসে
করে অভিমান|

কিন্তু তাকে বুঝতে হবে
যতই করুক মান,
রোদকে ছাড়া ওই রূপসীর
নেই যে কোনই দাম|

কুয়াশা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobitapagolkobir
০৫-০৪-২০১৫ ১৪:৫৫ মিঃ

অনেক ভালো