একবার নেতা হলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

একবার নেতা হলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১১-০৫-২০২৪ ইং
******************************
ওই দেখি নেতা, ওই দেখি বাহাদুর,
জনতার সবটাই লুটে যায় ভরপুর!

ওই নেতার ক্ষমতা, করে যায় নিঃস্ব,
জুলুম অত্যাচারে ভয়ে কাঁপে বিশ্ব!
দুর্ণীতির ক্যান্সার সারাময় অঙ্গ !
চোর ডাকাত সিন্ডিকেট নিত্য সঙ্গ।

জনতার হিস্যা নাই তার চেয়ারে,
দেশ দ্রোহী কুলাঙ্গার দেখি সব বহরে।
একবার নেতা হলে চৌদ্দ গোষ্ঠী চাঙ্গে.
দলে বেধে লুটেপুটে আপন ঘর রাঙে।

স্বাধীন পতাকা আছে তবু নাই রক্ষে,
একবার নেতা হলে চেপে বসে বক্ষে।
--------------------------------------


১১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৫-২০২৪ ০৮:৩১ মিঃ

খুব সুন্দর লিখেছেন