ভালো যেন ঘিরে রাখে তোমায় অনন্ত কালের মসৃণতায়
- মোঃ সজল নূর ১৭-০৫-২০২৪

আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে
রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে
জামার বোতাম আটকাতে কি লাগে, কষ্ট লাগে
তুমি আমার জামার বোতাম অমন কেনো যত্ন করে
লাগিয়ে দিতে?
অমন কেন শরীর থেকে আস্তে আস্তে আমার
ক্লান্তিগুলো উঠিয়ে নিতে?
তোমার বুকের নিশীথ কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে?
জুতোর ফিতে প্রজাপতির মতোন তুমি উড়িয়ে দিতে?
বেলজিয়ামের আয়নাখানি কেন তুমি ঘরে না রেখে
অমন কারুকাজের সাথে তোমার দুটি চোখের মধ্যে
রেখে দিতে?
আমি এখন অনেক কষ্টে আছি
কষ্টে আছে আমার চোখ কষ্টে আমার নাক
কষ্টে আছে আমার হাত কষ্টে আছে আমার পা
আছি তো আমি কষ্টে টইটুম্বুর
থেকে না তুমি কষ্টে টইটুম্বুর
ভালো যেন ঘিরে রাখে তোমায় অনন্ত কালের মসৃণতায়।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।