এই আমি
- সিয়ামুল হায়াত সৈকত ১৭-০৫-২০২৪

ডুবে আছি বিকেলের বুকে-
সমুদ্র ক্যানো নীল হয়?
ভেসে যাওয়ার ইচ্ছে পুষি
তিনচর আটকে রাখে বালিহাঁসের দেশে
মানুষের মতোই শব্দ পাইনি খুঁজে আর!

তুমি-তোমাদের শহর বড় হোক
চোখে জুড়ে নিও আরেকটি প্রেম, প্রতিচ্ছবি।
আমি আমাতেই ডুবে থাকি কয়েকবার !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।