গণতন্ত্রের খেতাবালিস
- সালাম আলী আহসান - দেশটা আমার ২০-০৫-২০২৪

দালাল হবেন দালাল
অন্যদেশের দালাল
নিজের দেশের পক্ষে গেলে
উঠিয়ে নিবে ছাল

মুক্তিযোদ্ধা মানে এক দল
অন্য কথা বললে পরে
আসবে তারা বিষম তেড়ে
মিডিয়ায় হয়ে যাবেন খল

সত্য কথা বলবেন না
সত্য পথে চলবেন না
সত্য কি জিনিস তা জানবেন না
মিথ্যে হয়ে যান ফানা ফানা

ভোট কেড়ে নিবে
মিডিয়া বন্ধ করে দিবে
আইন নিয়ে হা ডু ডু খেলবে
আমাদের গুম করে দিবে

কিছু ব্ললেই বলে রাবিস
মনে করে মোদের ফুলিস
তোর গণতন্ত্রের খেতাবালিস
কচু দিয়ে করবো মালিস

৭১ নিয়ে করে তারা ব্যবসা
বিবেক আজ ঘুমিয়ে আছে
ভণ্ডরা চেতনার গানে নাচে
তাই বাংলা মায়ের এই দশা ।
১৪-০৯-১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।